ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

রোনালদোবিহীন আল-নাসরের গোলবন্যা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০৫:৫২ এএম
ছবি : সংগৃহীত

সৌদি প্রো লিগের শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল-নাসর। তবে শিরোপার দৌড় থেকে ছিটকে গেলেও দমে যায়নি দলটি। ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই আল-আখদৌদকে ৯-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তার দল।

সোমবার (১২ মে) আল-আখদৌদের ঘরের মাঠে আতিথ্য নেয় আল-নাসর। যেখানে স্বাগতিকদের জালে একে একে ৯ গোল করেছে সাদিও মানেরা।

এদিন পুরো ৯০ মিনিটই ছিল হলুদদের দাপট। আল-নাসরের হয়ে সাদিও মানে একাই করেছেন ৪ গোল। এ ছাড়াও দুটি গোল করেছেন ডুরান।

ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া ম্যাচের শুরু থেকেই অলআউট আক্রমণে  যায় আল-নাসের। তবে সাফল্য পেতে তাদের অপেক্ষা করতে হয় ১৬ মিনিট পর্যন্ত। এ সময় দলের হয়ে প্রথম গোলটি করেন আয়মান ইয়াহা।

এরপরই শুরু হয় আল-নাসরের গোলবন্যা। ম্যাচের ২০তম মিনিটে ব্যবধান বাড়ান ডুরান। ডি-বক্সের বাইরে থেকে জোড়ালো শটে বল জালে পাঠান তিনি।

প্রথমার্ধে আখদৌদের জালে আরও দু’বার বল পাঠায় আল-নাসের। ম্যাচের ২৭তম মিনিটে গোল করেন বজ্রোভিচ । প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে সাদিও মানের করা গোলে ব্যবধান ৪-০ রেখে বিরতিতে যায় অতিথিরা।

বিরতি থেকে ফিরে আখদৌদের জালে আবারও বল পাঠান ডুরান। এবার ডি-বক্সের ভেতর থেকে তার নেওয়া শট ফেরাতে ব্যর্থ হন প্রতিপক্ষ গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের বাকি সময়টুকু ছিল সাদিও মানের জন্য বরাদ্দ। নিয়মিত বিরতিতে আরও তিনটি গোল করেন এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আবারও পেনাল্টি আদায় করে নেয় আল নাসের। এবার স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি মোহাম্মদ মারান।

সৌদি প্রো লিগে ৩১ ম্যাচে  ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আছে আল-নাসর। সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল ইত্তিহাদ।