মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০২:৪১ পিএম

 টানা দ্বিতীয়বার কানাডা লিগের সেরা একাদশে সামিত সোম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০২:৪১ পিএম

 টানা দ্বিতীয়বার কানাডা লিগের সেরা একাদশে সামিত সোম

সামিত সোম। ছবি- সংগৃহীত

সময়টা বেশ ভালোই কাটছে বাংলাদেশি মিডফিল্ডার সামিত সোমের। সম্প্রতি নিজ ক্লাব ক্যাভালরির অধিনায়কত্বের সুযোগ পাওয়ার পর থেকেই তিনি রয়েছেন দুর্দান্ত ফর্মে। টানা দ্বিতীয়বার কানাডা লিগের সেরা একাদশে নিজের নাম লেখালেন সামিত সোম।

কানাডার প্রিমিয়ার লিগে (সিপিএল) মৌসুমের শুরুতে  মনমতো না হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সামিত ও ক্যাভালরি ফিরে পাচ্ছে তাদের ছন্দ।

ক্যাভালরি শেষ দুটি ম্যাচে জয়লাভ করেছে, যার শেষটি ছিল লিগের দ্বিতীয় স্থানে থাকা হ্যালিফিক্স ওয়ান্ডারার্সের বিপক্ষে ৩-০ গোলের বড় জয়। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সামিত সোম, যেখানে তিনি একটি অ্যাসিস্ট করেন, যা চলতি মৌসুমে তার প্রথম অ্যাসিস্ট।

এই অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ সামিত সোম টানা দ্বিতীয় সপ্তাহের জন্য কানাডা সকার লিগের (সিপিএল) সপ্তাহের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। তার সঙ্গে ক্যাভালরির আরও তিন সতীর্থ - আলি মুসি, টোবিয়াস ওয়ারচেস্কি এবং লেভি লিয়াংও এই সম্মানজনক স্কোয়াডে স্থান পেয়েছেন।

হ্যালিফিক্সের বিপক্ষে ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন সামিত এবং তার পাসের নির্ভুলতার হার ছিল ৮৯ শতাংশ। একটি অ্যাসিস্টের পাশাপাশি তিনি প্রতিপক্ষের রক্ষণে দুটি বড় সুযোগ তৈরি করেন। 

রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে খেললেও তিনি পাঁচবার প্রতিপক্ষের ফাইনাল থার্ডে বল পাঠান এবং ক্রসিংয়েও ছিলেন শতভাগ সফল। শুধু আক্রমণাত্মক দক্ষতাই নয়, রক্ষণভাগেও সামিতের সক্ষমতা ছিল চোখে পড়ার মতো। 

তিনি পাঁচটি গ্রাউন্ড ডুয়েল জেতেন, চারটি সফল ট্যাকল করেন, একটি ইন্টারসেপশন এবং একটি এরিয়াল ডুয়েলে জয়লাভ করেন। ২৭ বছর বয়সী এই বাংলাদেশি মিডফিল্ডার গত সপ্তাহের ধারাবাহিকতায় আরও একবার মাঝমাঠে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!