আমস্টেলভিনের ভিআরএ গ্রাউন্ডে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ ওয়ানডে (২০২৩-২৭)-এর ৬৭তম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে রানের পাহাড় গড়েন স্কটল্যান্ড।
আজ শুক্রবার (১৬ মে) টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক। ওপেনার জর্জ মুন্সির ঝড়ো শুরু এবং পরবর্তীতে ব্র্যান্ডন ম্যাকমুলেন ও রিচার্ড বেরিংটনের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৮০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে স্কটিশরা।
এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক। স্কটল্যান্ডের হয়ে ইনিংসের সূচনা করতে নামেন জর্জ মুন্সি এবং শুরু থেকেই তিনি নেদারল্যান্ডসের বোলারদের ওপর চড়াও হন।
মাত্র ৫৬ বলে ১২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই মারকুটে ব্যাটার।
মুন্সি আউট হওয়ার পরও স্কটল্যান্ডের রানের গতি কমেনি। বরং উইকেটে আসা ব্র্যান্ডন ম্যাকমুলেন এবং রিচার্ড বেরিংটন আরও আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। ম্যাকমুলেন ৮৮ বলে ১০টি চার ও ৪টি ছক্কার সহায়তায় ১০১ রানের মূল্যবান ইনিংস খেলেন।
অন্যদিকে, রিচার্ড বেরিংটনও ব্যাট হাতে সমান তালে ঝড় তোলেন। তিনি ৮৬ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় ১০৫ রান করে ক্যাচ আউট হন। শেষদিকে ম্যাথু ক্রসও ৪১ রানের ইনিংস খেলেন।
জর্জ মুন্সির ৮০ রান, রিচার্ড বেরিংটন ১০৫ রনি, ম্যাকমুলেনের ১০১ রান ও ম্যাথু ক্রসের ৪১ রানে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে স্কটল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩৮০ রান।
এ ম্যাচে জয় পেতে হলে নেদারল্যান্ডসকে ৩০০ বলে করতে হবে ৩৮০ রান।