ঢাকা রবিবার, ১৮ মে, ২০২৫

ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০২:২৩ পিএম
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ ট্রফি। ছবি- সংগৃহীত

খেলার মাঠে বাংলাদেশ ও ভারতের লড়াই মানেই অন্যরকম উত্তেজনা। বলতে বলতে চলে আসল সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। বাংলার যুবাদের  সামনে এবার প্রতিপক্ষ ভারত।

আজ (রোববার) সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই উত্তেজনার পারদ আরেকবার দেখা যাবে। অরুণাচলের ইউপিয়ার গোল্ডেন জুবলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

গত বছর নেপালে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার অনূর্ধ্ব-১৯ পর্যায়েও একই স্বপ্ন দেখছেন কোচ গোলাম রব্বানী ছোটন। 

তিনি বলেন, ‘ছেলেরা এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচেই ভালো ফুটবল খেলেছে। তারা এখন অনেক আত্মবিশ্বাসী। ফাইনালের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। দেশবাসীর দোয়া চাই যেন আমরা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফিরতে পারি।’

টুর্নামেন্টে ভারত যেখানে নিজেদের তিনটি ম্যাচেই জয় পেয়েছে, সেখানে বাংলাদেশ তিন ম্যাচে একটি ড্র করেছে। গোল করার ক্ষেত্রে ভারত এগিয়ে থাকলেও, বাংলাদেশ ফাইনালে নিজেদের সেরাটা দিতে বদ্ধপরিকর।

ভারতীয় কোচ বিবিয়ানো ফের্নান্দেস বাংলাদেশকে নিয়ে বলেন, ‘বাংলাদেশ ভালো খেলেছে, বিশেষ করে সেমিফাইনালে। তাদের প্রতি সম্মান আছে আমাদের এবং আমরা ফাইনালে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে চাই।’

বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল দলের জয়ের জন্য আত্মবিশ্বাসী। তিনি নিজে তিনটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও গোল করিয়েছেন। 

ফাইনাল নিয়ে তিনি বলেন, ‘ফাইনালে সবসময় উত্তেজনা কাজ করে। দু’দলই চাইবে ভালো খেলে জয়ের মাধ্যমে ট্রফি নিতে। আমরাও চাই ইনশা-আল্লাহ ট্রফি নিয়ে দেশে ফিরব।’

অধিনায়ক আরও বলেন, ‘আমাদের শুরু থেকেই আত্মবিশ্বাস ছিল। যেহেতু ফাইনালে প্রতিপক্ষ ভারত, সেক্ষেত্রে বিষয়টি আলাদা। ভারত ভালো দল, তাদের প্রতি সম্মান আছে আমাদের। লক্ষ্য পূরণে আমরা শতভাগ নিংড়ে দেব।’

অন্যদিকে, ভারত অধিনায়ক সিঙ্গামায়ুম শামি সাফ ট্রফি নিজেদের দেশেই ধরে রাখতে চান। তিনি বলেন, ‘আমরা সেরাটা দিতে চাই। লড়াইয়ের জন্য প্রস্তুত এবং আমাদের ঘরে ট্রফি রেখে দিতে চাই।’