মিরপুরের শেরেবাংলায় গতকাল শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের দ্বিতীয় চারদিনের ম্যাচ। বৃষ্টির বাগড়ায় প্রথম দিনে খেলা হয়েছে ৫৭.৩ ওভার। আজ দ্বিতীয় দিনেও হানা দিয়েছে বৃষ্টি।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টি থামার পর আবারও শুরু হয় খেলা। তবে ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
এদিকে, প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৫৭ রান করে টাইগাররা। দলের হয়ে ব্যাট হাতে সর্ব্বচ্য ৮২ রান করেন ওপেনার নাঈম শেখ।
অপরদিকে, এনামুল হক বিজয় ৪৮, সাইফ হাসান ৫১, অমিত হাসান ৬৭ ও অধিনায়ক নূরুল হাসানের ৪০ বলে ৪৮ রানের ইনিংসে বড় করে ৮৯.৫ বলে ১০ উইকেট হারিয়ে ৩৫৭ রান সংগ্রহ করে বাংলাদেশ এ দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইসিংসে ব্যাটিংয়ে নামছে নিউজিল্যান্ড ‘এ’ দল। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে কিউইদের সংগ্রহ ১২ রান।
৯ রান নিয়ে ব্যাট করছেন রাইস অ্যান্ড্রু মারিউ ও ৩ রান নিয়ে খেলছেন কার্টিস জর্জ হেফি।
আপনার মতামত লিখুন :