এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হারের ফলে সুপার ফোরের সমীকরণটাও বেশ কঠিন হয়ে গেছে টাইগারদের জন্য। এখন আফগানদের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ।
সুপার ফোরে উঠতে চাইলে বাংলাদেশের সামনে প্রথম শর্ত, এই ম্যাচটি জিততেই হবে। যদিও আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের শেষ কিছু ম্যাচের ফল খুব বেশি আশা দেখাচ্ছে না। আর ম্যাচের ভেন্যু আফগানদের জন্য অনেকটা হোম গ্রাউন্ডের মতোই।
শুধু ম্যাচ জিতলেই হবে না। সুপার ফোরে উঠতে চাইলে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে। যেখানে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। বর্তমানে ২ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট শ্রীলঙ্কার। আফগানদের বিপক্ষে জয় পেলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে সুপার ফোরে উঠবে লংকানরা। সেক্ষেত্রে বাংলাদেশ আজ যেকোনো ব্যবধানে জিতলেও সমস্যা হবে না। কিন্তু যদি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে আফগানিস্তান জয় পায় এবং আজ যদি বাংলাদেশও ম্যাচ নিজেদের করে নিতে পারে, তাহলে শ্রীলঙ্কাসহ ৩ দলেরই পয়েন্ট সমান ৪ হবে। সেক্ষেত্রে বিবেচনায় আসবে রান রেট। আর এখানে শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুই দলই বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছে। ফলে আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।
অবশ্য বাংলাদেশ হারলে কোনো সমীকরণই আর কাজে লাগবে না। তখন বাংলাদেশের পয়েন্ট থাকবে ২। অন্যদিকে শ্রীলঙ্কা ও আফগানিস্তান নিজেদের মাঝে মুখোমুখি হওয়ার আগে দুই দলেরই পয়েন্ট হয়ে যাবে ৪। তখন দুই দলের মাঝে যারাই জিতুক বা হারুক, সুপার ফোরে ওঠার কোনো সুযোগ থাকবে না বাংলাদেশের।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন