ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫

পেট ব্যথা কমানোর দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৯:৫৫ পিএম
পেট ব্যথার ছবি: সংগৃহীত

নানা কারণে পেট ব্যথা হয়। তবে যে কারণেই পেট ব্যথা হোক তা মানুষের জন্য মারাত্মক অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই পেট ব্যথা থেকে মুক্ত থাকতে চিকিৎসা গ্রহণ করা জরুরি। পাশাপাশি বিভিন্ন দোয়া ও আমল করা যেতে পারে। জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল সা. আমাদের দোয়া শিখিয়েছেন।

পেট ব্যথার দোয়া

উসমান ইবনে আবুল আস আস-সাকাফি (রা.)-এর ব্যাপারে বর্ণিত রয়েছে, তিনি একবার রাসুল (সা.)-এর কাছে পেটের ব্যথার কথা জানান।

তিনি বলেন, ব্যথা আমাকে অস্থির করে তুলেছে। তখন রাসুল (সা.) বলেন, ‘তুমি তোমার ব্যথার স্থানে ডান হাত রেখে তিনবার বিসমিল্লাহ বলো।

এরপর সাতবার বলো-

أعوذُ باللهِ و قُدرتِه من شرِّ ما أَجِدُ و أُحاذِرُ

বাংলা উচ্চারণ: আউজু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু।

বাংলা অর্থ: আল্লাহর মর্যাদা ও তার কুদরতের উসিলায় আমি যা অনুভব এবং ভোগ করছি, তা থেকে মুক্তি চাচ্ছি।

উসমান (রা.) বলেন, ‘আমি এই রূপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার কষ্ট দূর করে দেন। এরপর থেকে আমি পরিবার-পরিজন ও অন্যদের এরকম করার নির্দেশ দেই।’

(মুসলিম, হাদিস : ৪১৯৯; আবু দাউদ, হাদিস : ৩৮৫১)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই ছোট্ট আমলটি করার মাধ্যমে পেট ব্যথা থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।