যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মিয়ামির হয়ে খেলা আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি নতুন চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছেন।
সর্বশেষ লিগস কাপ ম্যাচে আটলাসের বিপক্ষে ২-১ ব্যবধানে নাটকীয় জয় নিশ্চিত করেছেন লিও। ম্যাচের শেষ মুহূর্তে মার্কেলো উইগান্টের জয়সূচক গোলে অ্যাসিস্ট করেন মেসি নিজেই।
মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায়ও মেসি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন।
মেসির বর্তমান চুক্তি ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল। তবে কাতালান সাংবাদিক জাভি ক্যাম্পোস কাতালুনিয়া রেডিওর জনপ্রিয় অনুষ্ঠান ‘তত কস্তা’-তে নিশ্চিত করেছেন, মেসি ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকছেন।
নতুন চুক্তির ঘোষণা আগামী কয়েকদিনের মধ্যেই ক্লাবের ফোর্ট লডারডেলের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে দেওয়া হবে বলে জানা গেছে।
জানা গেছে, মেসি, ডেভিড বেকহ্যাম ও ক্লাবের অন্যতম কর্ণধার জর্জ আর. মাসের মধ্যে এই চুক্তি নিয়ে আলোচনা ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে।
এদিকে মেসির থাকায় বড় প্রভাব হিসেবে কাজ করেছে রদ্রিগো ডি পলের ইন্টার মিয়ামিতে আগমন। জাতীয় দলের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু ডি পলের সঙ্গে মেসির মাঠে বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্লাবের অভ্যন্তরে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
মেসির লক্ষ্য ১,০০০ গোল
মেসির ক্যারিয়ারের অন্যতম স্বপ্ন এখন ১,০০০ গোলের মাইলফলক স্পর্শ করা। এখন পর্যন্ত পেশাদার ক্যারিয়ারে তিনি ৮৭৪টি গোল করেছেন।
ইন্টার মিয়ামির হয়ে নতুন চুক্তি অনুযায়ী ৪১ বছর বয়স পর্যন্ত খেলার সুযোগ থাকছে তার সামনে, ফলে ইতিহাসের অন্যতম কঠিন ও গৌরবময় এই রেকর্ড স্পর্শের আশাও উজ্জ্বল।
ইন্টার মিয়ামিতে মেসির পরিসংখ্যান
২০২৩ সালের জুলাইয়ে পিএসজি ছাড়ার পর মেসি যোগ দেন ইন্টার মিয়ামিতে। এরপর ক্লাবটির হয়ে তিনি ৬৯টি ম্যাচে অংশ নিয়ে ৫৮টি গোল ও ২৮টি অ্যাসিস্ট করেছেন।
কেবল মাঠেই নয়, মার্কেটিং ও জনপ্রিয়তার দিক থেকেও ইন্টার মিয়ামিকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন মেসি।
আপনার মতামত লিখুন :