নভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নারী বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনাল ম্যাচে ভারতের দেওয়া ২৯৯ রানের জবাবে পরপর উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা।
আজ রোববার (২ নভেম্বর) এই ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন আফ্রিকা অধিনায়ক। এ দিন বৃষ্টির কারণে খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে পাঁচটায়।
আগে ব্যাট করে শেফালি বর্মার ৮৭ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৯৮ রানের সংগ্রহ পায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরুও পেয়ে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আফ্রিকা।
দলীয় ৫১ ও ৬২ রানের মাথায় জোড়া উইকেট হারিযে চাপে পড়ে যায় প্রোটিয়ারা। এই চাপ থেকে দলকে একাই টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন আফ্রিকান অধিনায়ক।
সুনে লুসকে সাথে নিয়ে চাপ কাটিয়ে উঠার আগে আবারও উইকেট হারায় আফ্রিকা, দলীয় ১১৪ রানের মাথায় দলকে বিপদে ফেলে সাজঘরে ফেরেন সুনে লুস।
সুনে লুস ফিরলেও একপাশ আগলে রেখে দলকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট। একপাশ আগলে রেখে ব্যক্তিগত ফিফটিও তুলে নেন এই ডানহাতি ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২২ ওভার শেষে ১২৩ রান। ৫৬ বলে ৬৫ রান নিয়ে খেলছেন লরা উলভার্ট এবং ৪ বলে ৪ রানে ব্যাট করছেন মারিজান কাপ।
বল হাতে ভারতের হয়ে ১টি করে উইকেট নেন শেফালি বর্মা ও শ্রী চরণী।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন