শনিবার, ০২ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৮:০১ পিএম

ফুটবল ক্লাবে বিনিয়োগ করলেন টেনিস তারকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৮:০১ পিএম

নোভাক জোকোভিচ। ছবি : সংগৃহীত

নোভাক জোকোভিচ। ছবি : সংগৃহীত

ফ্রান্সের দ্বিতীয় স্তরের ফুটবল ক্লাব ‘লে মানস’-এ বিনিয়োগ করেছেন বিশ্বের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ। শুধু তিনিই নন, তার সঙ্গে এই নতুন বিনিয়োগকারী দলে আছেন সাবেক ফর্মুলা ওয়ান তারকা ফেলিপে ম্যাসা ও কেভিন ম্যাগনুসেনও।

শুক্রবার এক বিবৃতিতে লে মানস ক্লাব জানায়, এই তিন বিশ্বখ্যাত অ্যাথলেট ছাড়াও লাতিন আমেরিকার ক্রীড়া-ভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ‘আউটফিল্ড’ এবং ওকবেরি’র প্রতিষ্ঠাতা ও সিইও জর্জিওস ফ্রাংগুলিস ক্লাবটিতে নতুন করে বিনিয়োগ করেছেন।

ফ্রাংগুলিস হচ্ছেন তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী নারী টেনিস খেলোয়াড় আরিনা সাবালেঙ্কার প্রেমিক।

লে মানস প্রেসিডেন্ট থিয়েরি গোমেজ বলেন, এই বিনিয়োগ তহবিলের বিশেষত্ব হলো এর পেছনে রয়েছেন শীর্ষ পর্যায়ের অ্যাথলেটরা। নোভাক জোকোভিচ, ফেলিপে ম্যাসা ও কেভিন ম্যাগনুসেন এই যাত্রার অংশ হয়েছেন।

তবে তারা কত টাকা করে বিনিয়োগ করেছেন সে বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ বিনিয়োগের পরিমাণ প্রকাশ করেনি।

৩৮ বছর বয়সী সার্বিয়ান তারকা জোকোভিচ এখন পর্যন্ত পুরুষদের রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন এবং ১০০টি একক শিরোপা তার ঝুলিতে রয়েছে।

এদিকে ফর্মুলা ওয়ান কিংবদন্তি ফেলিপে ম্যাসা ১১টি রেস জেতার পাশাপাশি ৪১ বার পডিয়ামে উঠেছেন।

২০০৮ সালে ফেরারির হয়ে তিনি চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু শেষ রেসে নাটকীয়ভাবে লুইস হ্যামিলটনের কাছে হেরে যান – মাত্র ১ পয়েন্টের ব্যবধানে।

৩২ বছর বয়সী ডেনিশ ড্রাইভার কেভিন ম্যাগনুসেন প্রায় ২০০টি ফর্মুলা ওয়ান রেসে অংশ নিয়েছেন এবং ক্যারিয়ারে একটি পডিয়াম ও একটি পোল পজিশন অর্জন করেছেন। তবে গত বছর হাস টিম তার চুক্তি নবায়ন করেনি।

এদিকে লে মানস ফুটবল ক্লাব তাদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে এবং আগামী ৯ আগস্ট থেকে তারা নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!