রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০১:১৮ পিএম

ব্যাট হাতে দেখালেন বয়স কেবলই একটি ‘সংখ্যা’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০১:১৮ পিএম

এবি ডি ভিলিয়ার্স। ছবি : সংগৃহীত

এবি ডি ভিলিয়ার্স। ছবি : সংগৃহীত

বয়স কেবলই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করে দিলেন এবি। ক্রিকেটের ৩৬০ ডিগ্রি তারকা এবি ডি ভিলিয়ার্স আবারও দেখালেন কেন তিনি সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (WCL) ফাইনালে তার অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে চ্যাম্পিয়নস শিরোপা। 

এই টুর্নামেন্টে ডি ভিলিয়ার্স এতটাই দুর্দান্ত খেলেছেন যে, দক্ষিণ আফ্রিকানরা হয়তো আবারও তাকে মাঠে দেখার জন্য আক্ষেপ করবেন।

শনিবার রাতে এজবাস্টনে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে মাত্র ৬০ বলে ১২০ রানের অপরাজিত ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। তার এই বিধ্বংসী ইনিংসে ছিল ১২টি চার এবং ৭টি ছক্কা। 

মাত্র ৪৭ বলে সেঞ্চুরি পূর্ণ করে তিনি দলের জয় নিশ্চিত করেন। ইনিংস চলাকালে হ্যামস্ট্রিংয়ে চোট পেলেও তা তাকে থামাতে পারেনি। ডি ভিলিয়ার্সের এই অসাধারণ ব্যাটিংয়ের ওপর ভর করে দক্ষিণ আফ্রিকা ১৯ বল হাতে রেখেই জয় তুলে নেয়।

ফাইনালে সেঞ্চুরি করার পর স্বাভাবিকভাবেই ডি ভিলিয়ার্স ম্যাচসেরা নির্বাচিত হন। তবে এখানেই শেষ নয়, তার হাতে উঠেছে আরও তিনটি পুরস্কার! মাস্টার ব্লাস্টার অব দ্য ম্যাচ, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এবং গেম চেঞ্জার অব দ্য ম্যাচ। 

অর্থাৎ, এক ম্যাচেই চারটি ব্যক্তিগত পুরস্কার জিতেছেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক (৪৩১ রান) এবং সর্বোচ্চ তিনটি সেঞ্চুরির মালিক হওয়ায় তিনি ম্যান অব দ্য টুর্নামেন্ট-এর পুরস্কারও লাভ করেন।

ফাইনালে এদিন প্রথমে ব্যাট করে পাকিস্তান চ্যাম্পিয়নস শারজিল খানের ৭৬ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৯৫ রান তোলে। জবাবে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস মাত্র একটি উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। 

জেপি ডুমিনির সঙ্গে ডি ভিলিয়ার্সের ১২৫ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে সহজ জয় এনে দেয়। শিরোপা জেতায় দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস ২ লাখ মার্কিন ডলার এবং রানার্সআপ পাকিস্তান ১ লাখ মার্কিন ডলার পুরস্কার পেয়েছে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!