ফুটবল ইতিহাসে ৩ আগস্ট দিনটি স্মরণীয় হয়ে আছে দুটি ভিন্ন প্রেক্ষাপটের জন্য। একদিকে ইংল্যান্ডের এক ঐতিহ্যবাহী ক্লাব নাম বদলের মধ্য দিয়ে নিজেদের পূর্ণ পরিচিতি নিশ্চিত করেছিল।
অন্যদিকে ফ্রান্সের এক তরুণ স্ট্রাইকার ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাস বদলে দেওয়ার উদ্দেশ্যে পা রাখেন আর্সেনালে।
চলুন ফিরে দেখা যাক আজকের দিনে ফুটবলে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য মুহূর্ত।
১৯২৯: দ্য ওয়েডনেসডে থেকে শেফিল্ড ওয়েডনেসডে
১৮৬৭ সালে ক্রিকেট কেন্দ্রিক একটি ক্লাব হিসেবে যাত্রা শুরু করেছিল ‘দ্য ওয়েডনেসডে’। সময়ের পরিক্রমায় এটি রূপ নেয় ফুটবল ক্লাবে। তখন তার নাম হয় ‘দ্য ওয়েডনেসডে ফুটবল ক্লাব’।
১৮৯২ সালে তারা যোগ দেয় ইংলিশ ফুটবল লিগে এবং ১৯০৩ সালে প্রথমবারের মতো লিগ চ্যাম্পিয়নশিপ জিতে নেয়।
তবে নামটি তখনো আনুষ্ঠানিকভাবে পরিবর্তিত হয়নি। ক্লাবটি জনমনে পরিচিত ছিল ‘শেফিল্ড ওয়েডনেসডে’ হিসেবে, কিন্তু সব সরকারি কাগজপত্রে ছিল পুরোনো নামটিই।
শেষ পর্যন্ত ১৯২৯ সালের ৩ আগস্ট, তারা নিজেদের অফিসিয়াল নাম পরিবর্তন করে রাখে ‘Sheffield Wednesday Football Club’।
ইতিহাসের পাতায় এটিই ছিল ক্লাবটির পরিচয় সংকট থেকে স্থায়ী পরিত্রাণের দিন।
১৯৯৯: আর্সেনালের ভাগ্য বদলে দেওয়া স্বাক্ষর
১৯৯৯ সালের আজকের এই দিনে ইংলিশ ক্লাব আর্সেনাল ১১ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড খরচ করে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস থেকে এক তরুণ ফরাসি স্ট্রাইকারকে দলে ভেড়ায়—নাম তার থিয়েরি অঁরি।
সেই সময় অনেকেই এ চুক্তিকে সংশয়ভরা দৃষ্টিতে দেখেছিলেন। কিন্তু কোচ আর্সেন ওয়েঙ্গার জানতেন, তিনি কাকে দলে নিচ্ছেন।
আর্সেনালের জার্সিতে অঁরির যাত্রা ছিল কিংবদন্তির মতই। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়া ছাড়াও তিনি (২০০৩-০৪) মৌসুমে দলকে নেতৃত্ব দেন যেখানে আর্সেনাল প্রিমিয়ার লিগে একটি ম্যাচেও হারেনি।
বহু সমর্থকের চোখে এটি আজও আর্সেন ওয়েঙ্গারের সবচেয়ে বড় ও সফল সাইনিং।
ফুটবল ইতিহাসে ৩ আগস্ট তাই শুধু একটি দিন নয়, এটি ক্লাব ঐতিহ্য ও খেলোয়াড় কিংবদন্তির প্রতীক। শেফিল্ড ওয়েডনেসডে তাদের নামের মাধ্যমে নিজেদের শহরের সঙ্গে সংযুক্ত করেছিল।
আর আর্সেনাল এক ফরাসি তরুণকে নিয়ে শুরু করেছিল এক নতুন যুগ, যার প্রভাব এখনো অনুভব করে ক্লাবটি।
আপনার মতামত লিখুন :