শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৩:০১ এএম

আর্জেন্টিনার মাঠে ভয়াবহ দাঙ্গা, ৯০ সমর্থক আটক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৩:০১ এএম

৯০ জন সমর্থককে আটক করেছে পুলিশ। ছবি- সংগৃহীত

৯০ জন সমর্থককে আটক করেছে পুলিশ। ছবি- সংগৃহীত

দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবল আবারও রক্তাক্ত সহিংসতায় কেঁপে উঠল। আর্জেন্টিনার এস্তাদিও লিবের্তাদোরেস দে আমেরিকা স্টেডিয়ামে কোপা সুদামেরিকানার শেষ ষোলোতে ইন্ডিপেনডিয়েন্তে দে আভেয়ানেদা ও ইউনিভার্সিদাদ দে চিলের মধ্যকার ম্যাচটি ভয়াবহ দাঙ্গার কারণে বাতিল হয়ে গেছে।

ঘটনায় অন্তত ১০ জন গুরুতর আহত, এর মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় আছেন। এছাড়া প্রায় ৯০ জন সমর্থককে আটক করেছে পুলিশ, যাদের বেশিরভাগই চিলির সমর্থক।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচটি ১-১ সমতায় চলছিল। ঠিক তখনই প্রায় ৩ হাজার চিলিয়ান সমর্থক ভর্তি অতিথি গ্যালারি থেকে টয়লেট ভাঙচুর, চেয়ার ছোড়া ও পাথর নিক্ষেপ শুরু হয়। আর্জেন্টাইন সমর্থকদের লক্ষ্য করে এই হামলা দ্রুত পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।

পুলিশ দর্শকদের সরিয়ে নিতে শুরু করলে সহিংসতা আরও বেড়ে যায়। গ্যালারি প্রায় ফাঁকা হয়ে আসতেই ইন্ডিপেনডিয়েন্তের কুখ্যাত ‘বাররাস ব্রাভাস’ সমর্থকরা অবশিষ্ট চিলিয়ান দর্শকদের ওপর হামলা চালায়।

উরুগুইয়ান রেফারি গুস্তাভো তেজেরা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ম্যাচ বাতিল ঘোষণা করেন। পরে কনমেবল এক বিবৃতিতে নিশ্চিত করে যে, নিরাপত্তা নিশ্চয়তার অভাবে খেলা স্থগিত করা হয়েছে।

সংস্থাটি জানায়, ক্লাব ম্যানুয়াল অনুযায়ী সব পদক্ষেপ গ্রহণ করা হলেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। তাই ম্যাচটি বাতিল করা হলো এবং বিষয়টি বিচার বিভাগীয় সংস্থার কাছে পাঠানো হবে।

ঘটনার পর থেকে দায় চাপানোর লড়াই শুরু হয়েছে। ইউনিভার্সিদাদ দে চিলের পরিচালক ড্যানিয়েল শাপিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনি আমাদের সমর্থকদের আর্জেন্টাইন সমর্থকদের উপরে বসাবেন, এটা একেবারেই পাগলামি।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিকও সহিংসতার নিন্দা জানিয়ে কনমেবলকেই দায়ী করেছেন। তিনি বলেন, অ্যাভেয়ানেদায় যা ঘটেছে তা নিন্দনীয়—গ্যালারির সহিংসতা থেকে শুরু করে আয়োজনে চরম দায়িত্বহীনতা পর্যন্ত।

আমাদের অগ্রাধিকার হলো আহত চিলিয়ানদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং আটক ব্যক্তিদের অধিকার রক্ষা করা।

চিলির আর্জেন্টিনাস্থ রাষ্ট্রদূত হোসে আন্তোনিও ভিয়েরা-গালো নিশ্চিত করেছেন, আহতদের মধ্যে অন্তত একজন ৩০ বছর বয়সী চিলিয়ান গুরুতর অবস্থায় আছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!