তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস হেরে ডাচদের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৩ ছক্কা ও ৫ চারে ২৭ বলে ফিফটি করেছেন লিটন দাস। চলতি সিরিজে লিটনের দ্বিতীয় ফিফটি এটি।
প্রথম ম্যাচে ২৯ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলার পর তৃতীয় ম্যাচেও ফিফটি করেছেন টাইগার অধিনায়ক। এটি লিটনের ১৪তম টি-টুয়েন্টি ফিফটি।
আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ডাচ অধিনায়ক।
এই ম্যাচে জিতলেই ৩-০ তে নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করবে টাইগাররা। এর আগে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে হারায় বাংলাদেশ।
টস হেরে বাংলাদেশের হয়ে এদিন ওপেন করেন দলীয় অধিনায়ক লিটন কুমার দাস ও সাইফ হাসান। ব্যাট হাতে শুরু থেকেই মারকুটে স্বভাবে ব্যাট চালান বাংলাদেশের দুই ওপেনার।
দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে প্রথম ৩ ওভারেই কোনো উইডকেট না হারিয়ে বাংলাদেশ তুলে নেয় ৩৯ রান। দলীয় ৩.১ ৮ বলে ২ চারে ব্যক্তিগত ১২ রান করে আউট হন সাইফ হাসান।
সাইফ ফিরলেও একপাশ আগলে রেখে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় বাংলাদেশ অধিনায়ক। রানের গতিকে সচল রেখে মাত্র ২৭ বল খরচে ফিফপি তুলে নেয় লিটন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭.৩ বলে ২ উইকেট হারিয়ে ৭৭ রান। ক্রিজে ২৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫২ রানে ব্যাট করছেন লিটন কুমার দাস।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহেদী হাসান, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, রিশাদ হসেন, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম সাকিব।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন