ত্রয়োদশ নারী ওয়ানডে বিশ্বকাপে বৃষ্টির কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচটি নেমে আসে ২৭ ওভারে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক ভারতের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান তুলতে সক্ষম হয় নিগার সুলতানার দল। ফলে ভারতকে ১২০ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ।
ম্যাচের শুরুতেই একবার বৃষ্টি বাধা দেয়, এরপর ১২.২ ওভারে ২ উইকেটে ৩৯ রানের সময় আবারও নেমে আসে বৃষ্টি। খেলা শুরু হলে শেষ দিকে দ্রুত রান তুলতে গিয়ে মাত্র ২৬ রানের ব্যবধানে ৬ উইকেট হারায় বাংলাদেশ, এতে রান তোলার গতি কমে যায়।
বাংলাদেশের হয়ে শারমিন আক্তার সুপ্তা ৫৩ বলে ৩৬ ও সোবহানা মোস্তারি ২১ বলে ২৬ রান করেন। ভারতের বোলারদের মধ্যে রাধা যাদব ৩০ রানে ৩টি ও শ্রী চরণী ২৩ রানে ২টি উইকেট নেন।
আগেই এবারের আসর থেকে ছিটকে গেছে বাংলাদেশ। ফলে ম্যাচটি ছিল দুই দলের জন্যই আনুষ্ঠানিকতা মাত্র।
এদিকে গতকাল বুধবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ৬ ম্যাচ, এর মধ্যে জয়ের মুখ দেখেছে মাত্র একটিতে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন