এল আলতো স্টেডিয়ামের ৪১৫০ মিটার উচ্চতায় যেন এক ইতিহাস রচনা করল বলিভিয়া। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে শ্বাসরুদ্ধকর ম্যাচে বলিভিয়া ১-০ গোলে হারিয়েছে ব্রাজিলকে।
এই জয়ের মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বলিভিয়া এবং জায়গা করে নিল আন্তমহাদেশীয় প্লে-অফে।
ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে আক্রমণের ঝড় তোলে বলিভিয়া। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত এই স্টেডিয়ামের উচ্চতাজনিত সমস্যায় ভুগছিল ব্রাজিল।
এর ওপর, আগের ম্যাচে চিলির বিপক্ষে খেলা বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ায় ব্রাজিলের দল দুর্বল ছিল। প্রথমার্ধে বলিভিয়ার মিডফিল্ডার মিগুয়েল তেরকোরেস একাধিকবার ব্রাজিলের গোলরক্ষক আলিসনকে কঠিন পরীক্ষায় ফেলেন।
অবশেষে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ব্রাজিলের ব্রুনো গিমারেসের ফাউলের পর শুরুতে রেফারি কোনো সিদ্ধান্ত না দিলেও, ভিএআর-এর সহায়তায় পেনাল্টির বাঁশি বাজান।
দারুণ এক স্পট কিকে গোল করে দলকে এগিয়ে নেন মিগুয়েল তেরকোরেস। উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বলিভিয়া, কিন্তু তাদের প্রচেষ্টা রুখে দেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার।
অন্যদিকে, সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ করলেও ব্রাজিলের সব চেষ্টা ব্যর্থ হয়। শেষ বাঁশি বাজার পর বলিভিয়ার খেলোয়াড়রা জয়ের আনন্দে মেতে ওঠেন।
এই জয়ে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে সপ্তম স্থানে উঠে এসেছে বলিভিয়া।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন