স্প্যানিশ তারকা আইতানা বোনমাতি সোমবার রাতে ইতিহাস গড়েছেন। মাত্র ২৭ বছর বয়সে তিনি প্রথম নারী ফুটবলার হিসেবে টানা তিনবার ব্যালন ডি'অর জিতে নিলেন।
এই অসাধারণ কীর্তির মাধ্যমে তিনি ফুটবল ইতিহাসের সেরাদের কাতারে জায়গা করে নিলেন, যেখানে আছেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিরা।
কে এই আইতানা বোনমাতি?
১৯৯৮ সালের ১৮ জানুয়ারি স্পেনের কাতালোনিয়ার ভিলানোভা ই লা গেলত্রু শহরে জন্ম নেওয়া বোনমাতির বাবা-মা দুজনেই শিক্ষক। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার ছিল প্রচণ্ড আগ্রহ।
প্রথমে বাস্কেটবল খেললেও মাত্র সাত বছর বয়সে তিনি ফুটবলের প্রতি ঝুঁকে পড়েন।
ফুটবলের প্রতি বোনমাতির একাগ্রতা তাকে নিয়ে যায় প্রিয় ক্লাব বার্সেলোনার যুব দলে। তবে শুরুর দিনগুলো সহজ ছিল না। প্রতিদিন দুই ঘণ্টা দীর্ঘ পথ যাতায়াত করতে হতো পাবলিক ট্রান্সপোর্টে চড়ে, যা ছিল তার বাবার নিত্যসঙ্গী।
কারণ, তার মা দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগতেন এবং বাবা গাড়ি চালাতে পারতেন না।
বার্সেলোনার একনিষ্ঠ ভক্ত বোনমাতি ক্লাব কিংবদন্তি জাভি হার্নান্দেজকে নিজের আদর্শ মানতেন। ২০১৬ সালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে কোপা দে লা রেইনা ম্যাচে বার্সেলোনার মূল দলের হয়ে তার অভিষেক হয়।
ধীরে ধীরে তিনি দলের অপরিহার্য অংশে পরিণত হন। ২০১৭ সালে মাত্র ১৯ বছর বয়সে তিনি জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন।
বিশ্বজয়ের পর রেকর্ড ছোঁয়ার গল্প
২০২৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে স্পেন নারী দল প্রথমবারের মতো ফিফা নারী বিশ্বকাপ জেতে। সেই জয়ের অন্যতম প্রধান কারিগর ছিলেন বোনমাতি।
একই বছর তিনি জেতেন নিজের ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি'অর। এরপর ২০২৪ ও ২০২৫ সালে জিতে রেকর্ডবুকে নাম লেখান বোনমাতি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন