ফুটবল ইতিহাসে ব্যালন ডি’অর জেতা মানেই খেলোয়াড়ের ক্যারিয়ারের সেরা স্বীকৃতি। তবে এই পুরস্কার সাধারণত ফরোয়ার্ড কিংবা মিডফিল্ডারদের দখলেই থেকেছে।
গোলরক্ষকদের জন্য এটি প্রায় অধরাই থেকে গেছে। এখন পর্যন্ত মাত্র একজন গোলকিপারই এই পুরস্কার জিতেছেন—সোভিয়েত কিংবদন্তি লেভ ইয়াসিন।
১৯৬০ সালে পঞ্চম ও ১৯৬১ সালে চতুর্থ হয়ে থেমে গেলেও ১৯৬৩ সালে সাফল্যের শীর্ষে পৌঁছান ইয়াসিন। সেই মৌসুমে তিনি ডায়নামো মস্কোকে রাশিয়ান লিগ শিরোপা জিতিয়েছিলেন এবং ২৭ ম্যাচে মাত্র ৬ গোল হজম করেছিলেন।
একই সঙ্গে সোভিয়েত ইউনিয়নকে ইউরো ১৯৬৪-এর মূলপর্বে তুলেছিলেন। এর পর থেকে আর কোনো গোলরক্ষক ব্যালন ডি’অর ছুঁতে পারেননি।
তবে ইয়াসিনের পর থেকে বেশ কয়েকজন গোলকিপার কাছে গিয়েও থেমে গেছেন। যেমন—ডিনো জফ (১৯৭৩ সালে রানার্স-আপ), ইভো ভিক্টর (১৯৭৬ সালে তৃতীয়), অলিভার কান (২০০১ ও ২০০২ সালে তৃতীয়), জিয়ানলুইজি বুফন (২০০৬ সালে দ্বিতীয়) এবং ম্যানুয়েল নয়্যার (২০১৪ সালে তৃতীয়)।
এই অসম ভারসাম্য কাটাতেই ফ্রান্স ফুটবল আলাদাভাবে চালু করেছে ‘ইয়াসিন ট্রফি’, যা প্রতিবছর সেরা গোলরক্ষককে দেওয়া হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন