ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ঢাকায় পৌঁছেছেন লেস্টার সিটির মিডফিল্ডার বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী। সোমবার বিকেল ৫টার দিকে দেশে পা রাখেন তিনি।
দেশে এসেই তার পরের দিন মঙ্গলবার সকালেই দেশের অন্যতম মোবাইল অপারেটর রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দেন হামজা। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের ফুটবল ও দেশের প্রতি তার ভালোবাসা ব্যক্ত করেন তিনি।
হামজা বলেন, ‘আমি টাকার চিন্তা আলাদা রাখি। দেশের প্রতি ভালোবাসা ও দেশের উন্নয়নে কীভাবে অবদান রাখতে পারি, সেটাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের হয়ে খেলা আমার জন্য সেই উপলব্ধির অংশ।’
তিনি আরও জানান, তার শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে বাংলাদেশে। ‘এখানে আসা আমার জন্য সবসময় আনন্দের। বিশেষ করে তরুণ প্রজন্মকে ফুটবল খেলায় অনুপ্রাণিত করতে পারাটাই আমার বড় লক্ষ্য।’
বাংলাদেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসা পেয়ে খুব খুশি হামজা। তিনি বলেন, ‘আমি চাই এই দেশের অংশ হতে পেরে গর্ববোধ করতে এবং যেকোনোভাবে দেশকে প্রতিনিধিত্ব করতে পারি। প্রতিটি সন্তানই চায় তার বাবা-মাকে গর্বিত করতে আর আমি মনে করি আমি পুরো জাতিকেই গর্বিত করতে পারি।’
হামজা আরও বলেন, ‘বাংলাদেশ থেকে আরও প্রতিভাবান ফুটবলার বেরিয়ে আসবে। শুধু দেশের বাইরে নয়, দেশের মাটিতেও অনেক খেলোয়াড় উঠে আসবে। ইনশাআল্লাহ, হয়তো একদিন তারা ইউরোপেও খেলবে। আমরা সবাই মিলে দেশের ফুটবলকে আরও এগিয়ে নিতে পারব।’
বাংলাদেশ আগামী ১৩ নভেম্বর নেপালের সঙ্গে এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন