এশিয়া কাপে আজ সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হবে বাংলাদেশ। রাতে মুখোমুখি হবে টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট ভারতের। যারা এই টুর্নামেন্টে এখনো কোনো ম্যাচ হারেনি। বাংলাদেশ কি পারবে ভারতের এই জয়রথ থামাতে।
চলুন দেখে নেওয়া যাক পরিসংখ্যান কি বলে। টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দলের ১৭ বারের দেখায় মাত্র একবার জয় পেয়েছে বাংলাদেশ। তবে পরিসংখ্যানে ভারত এগিয়ে থাকলেও ক্রিকেটে যে কোনো কিছুই সম্ভব।
এদিকে, এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা জয় পেলেও বোলিং ছিল দুর্বল, বিশেষ করে শরিফুল। ৪ ওভারে ৪৯ রান দিয়ে কোনো উইকেট না পাওয়ায় তার পরিবর্তে আজকের একাদশে সুযোগ পেতে পারেন তরুণ পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব।
অন্যদিকে ইনজুরির শঙ্কা কাটিয়ে লিটন দাসও ফিরছেন দলে। তাই তাকে নিয়েই আজকের একাদশ গঠন করার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন