আওয়ামী লীগের সাম্প্রতিক কার্যক্রম ইঙ্গিত দিচ্ছে যে, তারা দেশে ভোটে বাধা সৃষ্টি করতে ধাপে ধাপে প্রস্তুতি নিচ্ছে- বলে জানিয়েছে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।
শামীম হায়দার বলেন, ‘আওয়ামী লীগের ভোটারদের বাইরে রাখা হচ্ছে- এটা তারা টের পাচ্ছে। ফলে তারা যেভাবে অবস্থান নিচ্ছে, তাতে মনে হচ্ছে ভোটকে বাধাগ্রস্ত করতে পরিকল্পনা চলছে। এটা স্বাভাবিকও, কারণ তারা যদি নির্বাচনের বাইরে থাকেন, তবে তারা ভোটকে সহজভাবে মেনে নেবে না।’
আওয়ামী লীগ নির্বাচনে না এলে জাতীয় পার্টি সেই ভোট পাবে- এমন ধারণাকেও নাকচ করে জাপা মহাসচিব বলেন, ‘অনেকে বলছে আওয়ামী লীগের ভোট আমাদের ঘরে আসবে। কিন্তু এতটা সরল নয় ব্যাপারটা। যদি একতরফাভাবে ভোট হয়, তাহলে আওয়ামী লীগ সেটা মেনে নেবে না। তারা বাধা দেবে। তখন কাস্টিং বাড়িয়ে কী লাভ হবে তাদের?’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে, যেখানে একতরফা নির্বাচন হয়েছে, সেখানে যেসব দল বাদ পড়েছে, তারা সাধারণত ভোট প্রদান থেকে বিরত থেকেছে। অনেক সময় ভোট প্রতিহত করাও চেষ্টা করেছে।’
দলের বর্তমান অবস্থা প্রসঙ্গে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘জাতীয় পার্টিকে এখনই অতটা শক্তিশালী ভাবার সুযোগ নেই। আমাদের আগে নিজেদের সংগঠন গোছাতে হবে, শক্তি বাড়াতে হবে, ভোট বাড়াতে হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন