বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৩:২৮ পিএম

ফেসবুক লাইভে এসে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৩:২৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মৌলভীপাড়া এলাকায় ফেসবুক লাইভে এসে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মিঠুন দাস (২৭) নামের এক যুবক।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে পৌরসভার মৌলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আত্মহত্যার আগে মিঠুন দাস ফেসবুক লাইভে এসে জানান, তিনি ডিসেম্বর থেকে আর্থিক সমস্যার মুখে রয়েছেন এবং কোম্পানির প্রায় তিন লাখ টাকা হারিয়েছেন। 

ফেসবুক লাইভে তিনি বলেন, ‘আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করা যাবে না।’ এ ছাড়া সরকারের কাছে পরিবারের ঋণমুক্তির আবেদন করেন এবং পাওনাদারদের পরিবারের ওপর চাপ না দেওয়ার অনুরোধ জানান। লাইভে তিনি স্ত্রীকে শেষবারের মতো শুভকামনা জানান।

পরবর্তীতে মিঠুন মৌলভীপাড়া এলাকায় একটি মালবাহী ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়েন। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মিঠুন দাস রাজশাহীর চারঘাট থানার বনকিশোর গ্রামের প্রেমানন্দ দাস ও শ্রীমতি দাসের ছেলে।

সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে। নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ছাড়া তার ফেসবুক লাইভ ভিডিও থেকেও ঘটনার তথ্য পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Link copied!