সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি একনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ, দুটি দেশীয় তৈরি এলজি, একটি কুড়াল, একটি কার্তুজের খোসা, ৩০ সীসার অংশ বিশেষ ও দুটি ককটেল জব্দ করেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৬৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্য ঘটনায় আরও ৫১১ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে পুলিশ সদরদপ্তর।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন