বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৬:৫৮ পিএম

সিপিবির নেতৃত্বে চন্দন-রতন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৬:৫৮ পিএম

সিপিবির নবনির্বাচিত সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদকের আবদুল্লাহ আল ক্কাফী রতন। ছবি- সংগৃহীত

সিপিবির নবনির্বাচিত সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদকের আবদুল্লাহ আল ক্কাফী রতন। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ কংগ্রেসের মধ্য দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদকের আবদুল্লাহ আল ক্কাফী রতন নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর)  ত্রয়োদশ কংগ্রেসের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করে সিপিবি।

এ আগে সারা দেশ থেকে আসা প্রতিনিধিদের ভোটে নির্বাচিত কেন্দ্রীয় কমিটির ৪৩ সদস্যকে নিয়ে শুরু হয় নতুন নেতৃত্ব নির্বাচনের বৈঠক।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সভাপতিমণ্ডলীর অন্য সদস্যগণ হলেন: মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার, মো. আমিনুল ফরিদ।

৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটির অন্য সদস্যগণ হলেন: মোহাম্মদ শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, মিহির ঘোষ, শাহীন রহমান, লক্ষ্মী চক্রবর্তী, পরেশ কর, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আনোয়ার হোসেন রেজা, কাজী রুহুল আমীন, সাজেদুল হক রুবেল, লুনা নূর, আবিদ হোসেন, ফজলুর রহমান, এম এম আকাশ, মৃণাল চৌধুরী, মন্টু ঘোষ, দিবালোক সিংহ, এমদাদুল হক মিল্লাত, মনিরা বেগম অনু, মনোজ দাশ, মো. কিবরিয়া,  আসলাম খান, নিমাই গাঙ্গুলী, লাকী আক্তার, মানবেন্দ্র দেব, সাদেকুর রহমান শামীম, এস এম শুভ, আহসান হাবিব লাবলু, মহসিন রেজা, সুব্রতা রায়, রেবেকা সরেন, সাজিদুল ইসলাম, মঞ্জুর মঈন, এস এম শহীদুল্লাহ সবুজ, সুকান্ত শফি চৌধুরী।

এর আগে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা কর’ স্লোগান নিয়ে সিপিপির ত্রয়োদশ কংগ্রেস শুরু হয় ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে।

এরপর রাজধানীর বিএমএ মিলনায়তনে হয় কাউন্সিল অধিবেশন। সারা দেশ থেকে আসা পাঁচ শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনে শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের রিপোর্ট, রাজনৈতিক প্রস্তাব, গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব, ক্রেডেনশিয়াল রিপোর্ট, অডিট কমিটির রিপোর্ট ও কন্ট্রোল কমিশনের রিপোর্ট উত্থাপন এবং তা নিয়ে আলোচনা ও অনুমোদন করা হয়। সব রিপোর্ট উত্থাপন ও অনুমোদন শেষে হয় কেন্দ্রীয় কমিটির নির্বাচন।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নির্বাচনের ফল ঘোষণার পর সমাপনী ভাষণ ও সমবেত কণ্ঠে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গাওয়ার মধ্য দিয়ে ত্রয়োদশ কংগ্রেসের সমাপ্তি ঘোষণা করা হয়।
 
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত কংগ্রেসে নির্বাচিত সদস্যের বৈঠকের পর নতুন নেতৃত্ব চূড়ান্ত করা হয়।

নতুন সভাপতি সাজ্জাদ জহির চন্দন ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও ছিলেন একসময়।

নতুন সাধারণ সম্পাদক রতন একসময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর কমিটির সমাজকল্যাণ সম্পাদক ছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি হন তিনি।

১৯৮৯-৯০ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল ছাত্র সংসদের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদকও ছিলেন রতন।

বাংলাদেশ যুব ইউনিয়নে কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতাদের একজন।

রূপালী বাংলাদেশ

Link copied!