রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো মানুষের পাশে দাঁড়াতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আফিয়া অর্নি।
অগ্নিকাণ্ডের পরে তিতুমীর কলেজ ও আশপাশের এলাকায় বসবাসকারী স্বাবলম্বী মানুষের কাছ থেকে বস্ত্র সংগ্রহ করেন তিনি। পরবর্তীতে শুক্রবার (২৮ নভেম্বর) এসব বস্ত্র ক্ষতিগ্রস্ত প্রায় ৫০টি পরিবারের মাঝে বিতরণ করা হয়। তার এই উদ্যোগের প্রশংসা করেছেন কলেজের শিক্ষার্থীরা।
উদ্যোগ সম্পর্কে আফিয়া অর্নি বলেন, ‘একজন মানুষ হিসেবে মানব কল্যাণে এগিয়ে আসার চেষ্টা করেছি সবসময়।সেই জায়গা থেকে ভাবছিলাম কি করা যায়!তখন আমার আরো একজন ছোট বোন,আফিয়া হাসান,ও বলে,আপু আমার কিছু পুরাতন কাপড় আছে। তৎক্ষণাৎ মাথায় আসে যদি তার কাপড় গুলির সাথে আরো তিতুমীরের শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় কাপড় গুলি সংগ্রহ করতে পারি,তবে কিছুটা হলেও কড়াইল বাসীর উপকার হতে পারে।সেই প্রেক্ষিতেই করা।’
গত মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই সর্বস্ব হারিয়েছেন হাজারো বাসিন্দা। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় দেড় হাজার ঘর। ঘরবাড়িহীন হয়ে খোলা আকাশের নিচে দিন কাটছে ভুক্তভোগীদের। ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় তারা।
বস্তিবাসীর বিলাপ এখন শুধুই সর্বস্ব হারানোর বেদনা। ঐদিন বিকেল পর্যন্ত যাদের মাথা গোঁজার ঠাঁই ছিল, মুহূর্তেই তা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এখন সম্বল শুধু আকাশ আর পোড়া ঘরের ধ্বংসাবশেষ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন