সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পটুয়াখালীর বাউফলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা সদরের বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ওয়ালিয়ার রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য জাকির হোসেন মৃধা, আব্দুল খালেক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসেন খান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু এবং পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ইমামুজ্জামান অনিক।
সভাপতির বক্তব্যে ওয়ালিয়ার রহমান বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন। তাঁর সুস্থতা আমাদের সবার প্রার্থনা। আমরা আল্লাহর দরবারে তার দ্রুত আরোগ্য কামনা করি।’
পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ বলেন, ‘তিনি শুধু একজন নেত্রী নন, বরং গণতন্ত্রের আশার আলো। তাঁর দ্রুত সুস্থতা ফিরে পাওয়া জাতির জন্য আশীর্বাদ হবে। আমরা আন্তরিকভাবে দোয়া করছি।’
মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন ভূমি মসজিদের ইমাম হাফেজ মাওলানা আল-আমিন।
তিনি বেগম খালেদা জিয়াসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং অসুস্থ সকলের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।


-20251128211726.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন