বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ১১ জন শীর্ষ নেতাকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুকে কমিটির সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতেই এ কমিটি চূড়ান্ত করা হয়েছে।
জানা যায়, গত ৫ নভেম্বর রাতে গুলশান কার্যালয়ে স্কাইপের মাধ্যমে অনুষ্ঠিত এক সভায় লন্ডন থেকে সরাসরি যুক্ত হয়ে তারেক রহমান এ কমিটির অনুমোদন দেন।
কমিটি ঘোষণার পর আগামীকাল শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় বগুড়ার বাগবাড়ীতে অবস্থিত বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রধান কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সভা আহ্বান করা হয়েছে।
ওই সভায় গাবতলী, শাজাহানপুর, জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সমন্বয়ক হেলালুজ্জামান তালুকদার লালু ছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন- গাবতলী থানা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, শাজাহানপুর থানা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, গাবতলী থানা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, শাজাহানপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, গাবতলী পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, শাজাহানপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল বাশার এবং শাজাহানপুর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্রদল সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অটল।
গাবতলী-শাজাহানপুর অঞ্চলের সাধারণ ভোটার ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মতে, অভিজ্ঞ রাজনীতিবিদ হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্ব বগুড়া–৭ আসনের নির্বাচনী মাঠে নতুন উদ্যম সৃষ্টি করবে।
তাঁর কৌশলগত দক্ষতা ও সাংগঠনিক অভিজ্ঞতা নির্বাচনী প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে বলে দলীয় মহলে আলোচনা রয়েছে।
দলীয় সূত্র আরও জানায়, কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনে গঠিত এ কমিটি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৭ আসনে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং বেগম খালেদা জিয়ার বিজয়ের সম্ভাবনা জোরদার করবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন