৩২ দলের বিশ্বকাপকে ৪৮-এ উন্নীত করার প্রক্রিয়া শেষ না হতেই ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা (FIFA) এবার ৬৪ দলের মেগা-টুর্নামেন্টের ধারণা নিয়ে আলোচনা শুরু করেছে।
২০২৬ সালের বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে ৪৮ করা হলেও, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো-র কাছে সম্ভবত এই ফরম্যাটও ছোট মনে হচ্ছে।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় এই পরিবর্তনের ভাবনাটি আনুষ্ঠানিকভাবে আলোচনায় এসেছে লাতিন আমেরিকার ফুটবল কর্তাব্যক্তিদের সাথে ইনফান্তিনোর এক গুরুত্বপূর্ণ বৈঠকে।
মঙ্গলবার নিউইয়র্কে অনুষ্ঠিত এই সভায় ফিফা সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন কনমেবল (CONMEBOL)-এর প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডমিঙ্গেজ।
আর্জেন্টিনা, উরুগুয়ের ফুটবল ফেডারেশন প্রধানদের পাশাপাশি প্যারাগুয়ে ও উরুগুয়ের প্রেসিডেন্টরাও এই বৈঠকে যোগ দেন।
জানা গেছে, ৬৪ দলের বিশ্বকাপের এই প্রস্তাবটি প্রথম গত মার্চ মাসে উরুগুয়ের এক প্রতিনিধির মাধ্যমে ফিফা কাউন্সিলে উত্থাপন করা হয়েছিল। এবার সরাসরি কনমেবল এই ধারণা ইনফান্তিনোর কাছে তুলে ধরল।
বৈঠকের পর কনমেবল সভাপতি ডমিঙ্গেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ২০৩০ বিশ্বকাপের জন্য একটি 'ঐতিহাসিক স্বপ্নের' কথা উল্লেখ করেন এবং ইনফান্তিনোকে তাদের এই যাত্রায় সঙ্গী হওয়ার জন্য ধন্যবাদ জানান।
তিনি বলেন, ফুটবল যখন সবার মধ্যে ভাগাভাগি হয়, তখনই আসল বৈশ্বিক উৎসব হয়।
২০৩০ বিশ্বকাপে ৬৪ দল, ১২৮ ম্যাচ এবং ১০ লাতিন দেশ?
যদি এই প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হয়, তবে ২০৩০ বিশ্বকাপ হবে এক বিশাল টুর্নামেন্ট। এতে মোট ৬৪টি দল অংশ নেবে এবং সর্বমোট ১২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এই পরিবর্তনের ফলে দক্ষিণ আমেরিকার ১০টি দেশই (কনমেবলের সব সদস্য) সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারে।
কনমেবল অঞ্চলের একমাত্র দেশ হিসেবে এখনও পর্যন্ত ভেনেজুয়েলাই বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি, কিন্তু নতুন ফরম্যাট কার্যকর হলে তাদেরও স্বপ্নপূরণ হতে পারে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন