এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় এক বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি।
বাংলাদেশের ক্রিকেটের পরিচিত ডাকনাম যে ‘টাইগার’ সেটাই নাকি জানা ছিল না তার। দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে একজন পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাবে তাই তিনি সটান জিজ্ঞেস করে বসেন—‘টাইগার কৌন?’
বিষয়টি পরিষ্কার হওয়ার পর, অর্থাৎ বাংলাদেশের দল হিসেবে ‘টাইগার’ পরিচিতি জানার পর দ্রুতই তিনি ‘আচ্ছা, সরি’ বলে পরিস্থিতি সামাল দেন।
আগামীকাল এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। শ্রীলঙ্কাকে হারিয়ে তারা ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে, আর সেই ক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটি তাদের জন্য ‘ডু অর ডাই’-এর মতো।
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে যদিও শাহীন শাহ আফ্রিদি প্রথমে এমন ‘কটাক্ষ’ করেন, তবুও তিনি বাংলাদেশের দলকে কিন্তু সমীহের চোখেই দেখছেন।
তিনি মন্তব্য করেন, বাংলাদেশকে হারাতে হলে পাকিস্তানকে তিন বিভাগেই ভালো পারফর্ম করতে হবে। পুরো দলের নজর এখন বাংলাদেশের ম্যাচের দিকেই বলে জানান এই গতি তারকা।
আফ্রিদি বলেন, ‘বাংলাদেশ দারুণ একটি দল। তারা ইদানীং ভালো খেলেছে। ভালো দলের সাথে খেললে প্রথম ধাক্কাটা আপনাকেই দিতে হবে।
তাদের সুযোগ দেওয়া যাবে না, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—৩ বিভাগেই ভালো খেলতে হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন