রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি বাসায় এসি বিস্ফোরণে তুহিন হোসেন (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ একই পরিবারের চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, জাতীয় বার্নে আজ দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় মো. তুহিন হোসেনের মৃত্যু হয়, তার শরীরে ৪৭ শতাংশ দগ্ধ ছিল।
এ ঘটনায় তুহিনের স্ত্রী ইবা আক্তারের ১৫ শতাংশ ও তাদের দুই সন্তান তানভীর ৪০ শতাংশ ও তাওহীদের ৮ শতাংশ দগ্ধ রয়েছে। তবে তানভীরের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন