এশিয়া কাপের সুপার ফোরে টানা দুই দিনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে হবে বাংলাদেশকে—প্রথমে শক্তিশালী ভারতের বিপক্ষে, আর তার পরদিনই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি।
মরু দেশের কঠিন আবহাওয়ায় এমন সূচি বাংলাদেশের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সাবেক ক্রিকেটাররা। এই পরিস্থিতি সামলাতে মূল ক্রিকেটারদের, বিশেষ করে পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে রাখার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক গতিদানব শোয়েব আখতার।
শোয়েব আখতার মনে করেন, বাংলাদেশের উচিত তাদের প্রধান খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া। তিনি বিশেষভাবে মুস্তাফিজুরের দিকে নজর রাখার কথা বলেছেন।
আখতারের মতে, ‘অবশ্যই তাদের মূল ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া উচিত। বিশেষ করে মুস্তাফিজকে। আমি ওর দিকে নজর রাখছি।’
তার মতে, ভারতের বিপক্ষে খেলেই ক্রিকেটাররা ক্লান্ত হয়ে পড়বেন। তবে তিনি মনে করেন, বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে জেতার সম্ভাবনা ভালো।
ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় পাওয়া কঠিন, কিন্তু পাকিস্তানের বিপক্ষে লড়াই করা তুলনামূলকভাবে সহজ হবে বলেই মনে করছেন আখতার।
পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার বাজিদ খান বলেন, এটা বাংলাদেশ ম্যানেজমেন্টের জন্য পরীক্ষা। তারা কি ভারতের বিপক্ষে তিন পেসার নামাবে? যদি নামায়, তবে তার পরদিনই পাকিস্তান ম্যাচ।
যদি আজ (ভারতের বিপক্ষে) হেরে যায়, তবে পরের ম্যাচটাই হবে সেমিফাইনাল। এটা বড় পরীক্ষা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন