এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরের গুরুত্বপূর্ন ম্যাচে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে এই ম্যাচ।
এদিকে, পরিসংখ্যানের দিক থেকে বাংলাদেশ কিছুটা পিছিয়ে। টি-টোয়েন্টিতে ১৬ বারের দেখায় বাংলাদেশের জয় মাত্র একটিতে। তবে এটাই বাংলাদেশ-ভারত ম্যাচের সম্পূর্ণ চিত্র নয়।
কারণ, বাংলাদেশ যে ১৬টি ম্যাচে হেরেছে, তার মধ্যে ৮০ শতাংশ ম্যাচেই ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। অনেক 'ক্লোজ ম্যাচ'-এ হেরেছে টাইগাররা। অর্থাৎ, পরিসংখ্যানের চেয়ে মাঠে দুদলের লড়াইয়ের তীব্রতাই এখানে বড় কথা।
ভারত ম্যাচ নিয়ে বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স বলেন, ‘আমরা ভারতকে হারাতে পারি। এটা নির্দিষ্ট একটি ম্যাচ। নিজেদের দিনে সেরা খেলাটা খেলতে পারলে ভারতকে হারানো অসম্ভব নয়।
তিনি আরও মনে করিয়ে দেন, প্রত্যেক দলেরই ভারতকে হারানোর ক্ষমতা আছে। শ্রীলঙ্কা ম্যাচের পর পাওয়া বিরতি কাজে লাগাতে হবে।
এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত পাকিস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাতের মতো দলগুলো ভারতের সামনে দাঁড়াতে পারেনি। তবে আজকের প্রতিপক্ষ বাংলাদেশ ভিন্ন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন