বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০১:৫৬ এএম

উগান্ডার জাতীয় পাখি ক্রাউন্ড ক্রেনের ছানার জন্ম

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০১:৫৬ এএম

উগান্ডার জাতীয় পাখি ক্রাউন্ড  ক্রেনের ছানার জন্ম

গাজীপুর সাফারি পার্কের সাফারি কিংডম এলাকায় ছানার জন্ম দিয়েছে গ্রে ক্রাউন্ড ক্রেন পাখি। সেখানে বিশাল আকারের খাঁচার ভেতর কালিম, পেলিক্যান, রাজধনেশসহ বিভিন্ন পাখির সঙ্গে ক্রাউন্ড ক্রেন জোড়ার বসতি।

রোববার সেখানে গিয়ে দেখা যায়, বেষ্টনীর একেবারে পশ্চিম প্রান্তে ছোট ছোট আগাছার আড়ালে ছানাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা। কয়েক দিন আগেই ডিম ফুটে তাদের জন্ম হয়েছে। গায়ের রং সাদা ও বাদামী। ক্রাউন্ড ক্রেন পাখির মাথার উপরে দৃষ্টিনন্দন চূড়া থাকলেও ছানার তেমনটি এখনো দেখা যায়নি। তবে মাথার উপরে লোম অপেক্ষাকৃত উঁচু। ছানাটির পা দুটো শরীরের তুলনায় কিছুটা লম্বাটে গঠনের। ঘাসের আড়ালে সে যেখানেই যাচ্ছে, সঙ্গে ছায়ার মতো অবস্থান করছে মা ও বাবা ক্রাউন্ড ক্রেন পাখি।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রে ক্রাউন্ড ক্রেন উগান্ডার জাতীয় পাখি। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে এই পাখিগুলো আনা হয়। বিভিন্ন সময় ডিম দিলেও বাচ্চার জন্ম হয়নি। এবারই প্রথম বাচ্চার জন্ম হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর ছানাটির জন্ম হয়েছে।

বন বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা ও গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারেক রহমান বলেন, ‘বিদেশি এই বিচিত্র পাখিটি বাংলাদেশের পরিবেশে সার্ভাইভ করেছে, এমনকি ডিম ফুটে ছানার জন্ম হয়েছে, এটি প্রমাণ করে যে পার্কের পরিবেশ তাদের উপযোগী। বিষয়টি দারুণ আনন্দের। এই কৃতিত্ব পার্ক সংশ্লিষ্ট সবার। আমরা ছানা ও মা-বাবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছি।

রূপালী বাংলাদেশ

Link copied!