বুধবার, ০১ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০২:৫৮ পিএম

শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ ইন্টার মিয়ামির

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০২:৫৮ পিএম

শেষ তিন মিনিটের ‍‍`ঝড়ে‍‍` শিকাগোর কাছে ৫-৩ ব্যবধানে হেরেছে মিয়ামি। ছবি- সংগৃহীত

শেষ তিন মিনিটের ‍‍`ঝড়ে‍‍` শিকাগোর কাছে ৫-৩ ব্যবধানে হেরেছে মিয়ামি। ছবি- সংগৃহীত

মেজর লিগ সকারের (এমএলএস) শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষদিকে ছন্দপতন ঘটল ইন্টার মিয়ামির। লুইস সুয়ারেজের জোড়া গোলে সমতায় ফেরার পরও শেষ তিন মিনিটের 'ঝড়ে' শিকাগোর কাছে ৫-৩ ব্যবধানে হেরেছে ফ্লোরিডার ক্লাবটি।

এই অপ্রত্যাশিত হারের পুরো দায় নিজের কাঁধে নিয়েছেন দলটির প্রধান কোচ হ্যাভিয়ের মাশচেরানো।

এদিন, চেজে স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় মিয়ামি। ৩১ মিনিটের মধ্যে মিয়ামির জালে দুবার বল পাঠিয়ে দেয় শিকাগো। ৩৯ মিনিটে টমাস আভিলেস স্বাগতিকদের হয়ে একটি গোল শোধ দেন। তবে ৪ মিনিট পরই কোয়ামের গোলে স্কোরলাইন ৩-১ করে ফেলে সফরকারী দল।

২ গোলে পিছিয়ে থাকা মিয়ামির ত্রাতা হয়ে ওঠেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তার দুর্দান্ত পারফরম্যান্সে ফ্লোরিডার ক্লাবটি ম্যাচে ফেরে। ৫৭ ও ৭৪ মিনিটে জোড়া গোল করে দলকে সমতায় ফেরান তিনি। ৭৯ মিনিট পর্যন্ত মিয়ামি সেই সমতা ধরে রাখতে পেরেছিল।

কিন্তু ম্যাচের মোড় ঘুরে যায় পরের তিন মিনিটে। ৮০ মিনিটে ফের শিকাগোকে এগিয়ে নেন জাস্টিন প্লেগার। আর ৮৩ মিনিটে ব্রায়ান গুতিয়েরেস মিয়ামির জালে শেষ পেরেক ঠুঁকে দেন। শেষদিকে শিকাগোর এই 'ঝড়ে' ৫-৩ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।

দলের এমন পরাজয়ের দিনে নিজের সেরাটা দিতে পারেননি আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। এ নিয়ে টানা দুই ম্যাচে গোল করতে পারলেন না তিনি। তাই হারের পর বিষণ্ন মনে মাঠ ছেড়েছেন তিনি।

৩১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের চারে আছে মিয়ামি। ৫১ পয়েন্ট পাওয়া শিকাগোর অবস্থান ৮ নম্বরে।

ম্যাচ শেষে হারের সম্পূর্ণ দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন কোচ মাশচেরানো। তিনি বলেন, 'এই হারের পুরো দায় আমার। ম্যাচে আমাদের পরিকল্পনা কাজে লাগেনি। আমরা একধরনের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু ম্যাচের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন কিছুতে ছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!