ভারতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসে এক বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলের দুই ক্রিকেটার। মধ্যপ্রদেশের ইন্দোরে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তির দ্বারা শ্লীলতাহানির শিকার হয়েছেন তারা। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
পুলিশ ও ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর সন্ধ্যায় ঘটনাটি ঘটে। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা হোটেল থেকে বের হওয়ার পর একটি মোটরসাইকেল তাদের অনুসরণ করতে থাকে।
তারা যখন পাশেই একটি ক্যাফের দিকে যাচ্ছিলেন, তখন অভিযুক্ত বাইক আরোহী তাদের খুব কাছে এসে অশ্লীলভাবে শরীর স্পর্শ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ক্রিকেটাররা সঙ্গে সঙ্গেই তাদের দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সকে বিষয়টি জানান। সিমন্স স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে খেলোয়াড়দের নিরাপত্তার জন্য একটি গাড়ির ব্যবস্থা করেন।
অভিযোগ পাওয়ার পর সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্র খেলোয়াড়দের সঙ্গে দেখা করে তাদের বক্তব্য রেকর্ড করেন এবং আইনি পদক্ষেপ শুরু করেন। দুই নারী ক্রিকেটারের অভিযোগের ভিত্তিতে এমআইজি থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ও ৭৮ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।
অভিযুক্তকে দ্রুত ধরতে পাঁচটি থানার অফিসারদের নিয়ে একটি দল গঠন করা হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আকিল খান নামের ওই বাইক আরোহীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত আকিল খানের বিরুদ্ধে পূর্বেও ফৌজদারি মামলা রয়েছে।
এই ঘটনাটিকে 'দুর্ভাগ্যজনক' এবং দেশের জন্য 'অপমানজনক' বলে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা সংবাদ সংস্থা এএনআইকে বলেন, পুরো ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমরা এর নিন্দা করি। আমরা প্রয়োজনীয় সব সতর্কতা নেব। পুলিশ অভিযুক্তকে ধরেছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন