প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আবারও ঘরোয়া লিগে চমক দেখালো। চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ফর্ম থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে লিগে কিছুটা ছন্দ হারানো ফরাসি চ্যাম্পিয়নরা শনিবার ব্রেস্তকে ৩–০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে।
লুইস এনরিকের দলের জন্য এটি টানা দুই ড্রয়ের পর বড় জয়। লিগের আগের চার ম্যাচে মাত্র একবার জয়ের মুখ দেখেছিল পিএসজি। ফলে শীর্ষস্থানও কিছুদিনের জন্য হারাতে হয়েছিল তাদের।
তবে ব্রেস্তের বিপক্ষে জয় তুলে নিয়ে আবারও লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। নয় ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে পিএসজির সংগ্রহ এখন ২০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে রয়েছে মার্সেই, যার সংগ্রহ ১৮ পয়েন্ট।
ম্যাচে শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় পিএসজি। ম্যাচের ২৯তম মিনিটে ভিতিনিয়ার নিখুঁত থ্রু বল পেয়ে অফসাইড ফাঁদ ভাঙিয়ে গোল করেন আশরাফ হাকিমি।
মাত্র ১০ মিনিট পরই হাকিমি আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। যোগ করা সময়ের শেষ মুহূর্তে বদলি নামা দিজিরে দুয়ে দলের জয় নিশ্চিত করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন