পিরোজপুরের নাজিরপুরে চুল কাটার সিরিয়াল নিয়ে হাতাহাতির পর চোর আখ্যা দিয়ে সাজ্জাদ শেখ (২৪) নামে এক যুবককে প্রকাশ্যে নির্যাতনের অভিযোগ উঠেছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী গ্রামে এ ঘটনা ঘটে। মারধরের শিকার সাজ্জাদ স্থানীয় হাসান শেখের ছেলে।
আজ (২৬ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দীন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে একটি সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে সাজ্জাদের সঙ্গে কয়েকজন যুবকের হাতাহাতি হয়। পরে বিকেলে ওই যুবকেরা ‘চোর চোর’ বলে ধাওয়া করে সাজ্জাদকে প্রকাশ্যে মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত সাজ্জাদের বাবা হাসান শেখ বলেন, ‘চুল কাটার সিরিয়াল নিয়ে প্রথমে সামান্য হাতাহাতি হয়েছিল। পরে বিকেলে বাহালী আনসারের ছেলে ইয়াসিনসহ ৮-১০ জন যুবক আমার ছেলেকে চোর সাজিয়ে মারধর করে। আমি এ ঘটনার ন্যায়বিচার চাই।’
এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তফা কায়সার জানান, শনিবার রাত ১০টার দিকে মারধরের ঘটনায় আহত সাজ্জাদ নামে এক রোগীকে ভর্তি করা হয়। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার অবস্থা মোটামুটি স্থিতিশীল।
ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দীন বলেন, ‘এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন