ভারতের দুই তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা ও বিরাট কোহলি ওয়ানডে ক্রিকেটে আবারও জ্বলে উঠেছেন। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তারা একমাত্র ফরম্যাট হিসেবে ওয়ানডেতে খেলছেন এবং ২০২৭ বিশ্বকাপে দেশের সেরা চ্যালেঞ্জ দিতে প্রস্তুত।
অস্ট্রেলিয়া সফরের শুরুতে দুজনকেই প্রশ্নবোধক চোখে দেখা হচ্ছিল। প্রথম দুই ওয়ানডে ম্যাচে রোহিত ৮ এবং ৭৩ রানের ইনিংস খেললেও কোহলি প্রথম দুই ম্যাচে ব্যর্থ হন।
টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়ে প্রাক্তন ৫১টি ওয়ানডে সেঞ্চুরির মালিকের ভাবমূর্তি আরও প্রশ্নের মুখে পড়েছিল।
তবে তৃতীয় ওয়ানডেতে পরিস্থিতি পুরোপুরি বদলে যায়—রোহিত অপরাজিত ১২১ রানের সেঞ্চুরি করেছেন, কোহলি অপরাজিত ৭৪ রান করে ফিফটি পূর্ণ করেন। ভারতের ৯ উইকেটে জয় নিশ্চিত করা ম্যাচে দুজনের ব্যাটিং আগ্রাসী এবং দৃঢ় মনোভাবের পরিচয় দেয়।
বিশেষ করে কোহলি কুমার সাঙ্গাকারার রানের রেকর্ডও ছাড়িয়ে যান, ৩০৫ ম্যাচে ১৪,২৫০ রানে তিনি ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়েছেন।
এদিকে, রোহিত-কোহলি রানে ফেরার পর নির্বাচকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। তার মতে, দেশটির নির্বাচকরা চায় রোহিত-কোহলি ব্যর্থ হোক।
তিনি আরও বলেন, রোহিত ও কোহলি জানেন মানুষ তাদের ব্যর্থতার অপেক্ষায় আছে। নির্বাচকরা আছে, কিছু মিডিয়া আছে। কিন্তু তাদের দৃঢ়তা দেখুন—চোখে আগুন, তারা কাউকে জাতীয় দল থেকে বাদ দিতে দেবে না।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন