মধ্যপ্রদেশের ইন্দোরে নারী বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়া দলের দুই ক্রিকেটারের ওপর অনাকাঙ্ক্ষিত শ্লীলতাহানির ঘটনায় খেপেছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার।
ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, আমরা ‘অতিথি দেবো ভব’ মান্য করি, কিন্তু এ ধরনের ঘটনা অসম্ভব।
দোষীকে অবশ্যই কঠোর শাস্তি দেওয়া উচিত। আমি চাই, ওকে কারাগারে ঢুকিয়ে চাবিটা ফেলে দেওয়া হোক।
এ ঘটনায় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও নিন্দা জানিয়েছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার মতে, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, তবে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।
ভারত সবসময়ই আতিথেয়তা ও অতিথিদের প্রতি যত্নের জন্য পরিচিত। আমরা এ ধরনের আচরণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে জানানো হয়েছে, হেঁটে যাওয়ার সময় এক মোটরসাইকেল আরোহী তাদের ‘অনুপযুক্তভাবে স্পর্শ’ করেন। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যেই এক ব্যক্তিকে আটক করেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন