পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের নয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ভারত। একটি ক্ষেপণাস্ত্র মসজিদে গিয়ে আঘাত হেনেছে।
ইসলামাবাদ জানিয়েছে, পাঁচটি স্থানে ‘কাপুরুষোচিত’ হামলা করেছে নয়াদিল্লি। এ ঘটনায় তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
বুধবার (৭ মে) প্রথম প্রহরে এ হামলা চালানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন।
দেশটির আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত।
তিনি বলেন, ‘মুজাফফরাবাদের সুবহানুল্লাহ মসজিদেও আকাশ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কট্টর উগ্রবাদী রাষ্ট্রটির সেনারা। পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যে এর বদলা নিতে শুরু করেছে।’
পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তান বিমান বাহিনী আওয়ান্তিপোরা থেকে ১৭ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে আরেকটি ভারতীয় রাফেল বিমান গুলি করে ভূপাতিত করেছে। এখনও পর্যন্ত ভারতীয় বিমানবাহিনীর তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান বিমান বাহিনী।
কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ভারত। হামলার ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ মন্ত্রীরা প্রতিক্রিয়া জানালেও এখন পর্যন্ত নীরব রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্যান্য মন্ত্রীরাও।
আপনার মতামত লিখুন :