উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে শুরুতে ২ গোলে পিছিয়ে থেকে দারুণ ভাবে খেলায় ফিরে এসেছে বার্সেলোনা।
খেলার মাঠে চলছিলো হাড্ডাহাড্ডি লড়াই, দু দলই ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া। শুরুতে ২-০ গোলে পিছিয়ে থেকে ৩-৩ গোলে খেলার সমতা ফেরায় বার্সা।
খেলার ৫৪ মিনিটে এরিক গার্সিয়ার গোলে ব্যবধান ২-১ এ নিয়ে আসে বার্সা। তার ৬ মিনিট পর অলমোর দারুণ গোলে খেলার সমতা ফিরায়, এবং খেলার ৮৭ মিনিটের সময় রাফিনহার গোলে লিড নেয় হ্যান্সি ফ্লিকের শীর্ষরা।
বার্সা লিড নেওয়ার পরই আবারও জ্বলে উঠে ইন্টার, খেলার শেষ মহূর্তে অতিরিক্ত সময়ে (৯৩ মিনিটে) এসে গোল করে খেলার সমতা ফিরিয়ে আনেন ফ্র্যানসেস্কো অ্যাসেরবি।
এদিন খেলার শুরুতেই বার্সেলোনার বিরুদ্ধে দুর্দান্ত শুরু করেছে ইন্টার মিলান।
প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগেই তারা ২-০ গোলের লিড নিয়েছে। তবে হাফ টাইমের পর, টানা তিন গোল দিয়ে খেলায় লিড নেড বার্সেলোনা। তবে খেলার শেষ মহূর্তের নাটকীয়তা আবারও গোল দিয়ে স্কোর সমান করে ইন্টার মিলান।
এদিন, ম্যাচের ২১ মিনিটে লাউতারো মার্টিনেজ বার্সেলোনার দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে প্রথম গোলটি করেন।
এর কিছুক্ষণ পর, প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন হাকান কালহানোগলু।
অপরদিকে, প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করলেও, ফিনিশিংয়ের অভাবে গোল করতে পারেনি কাতালান ক্লাবটি।
এই মুহূর্তে ইন্টার মিলান ও বার্সেলোনা অ্যাগ্রিগেটে ৬-৬ গোলে সমতায় রয়েছে। এদিকে, দু দলই ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া।
শেষ খবর পাওয়া পর্যন্ত আবারও অতিরিক্ত সময়ে গড়াচ্ছে ইন্টার ও বার্সার উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলা।
আপনার মতামত লিখুন :