ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫

মিয়ানমারে তুমুল সংঘর্ষ, সীমান্ত ডিঙাল হাজার হাজার মানুষ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৯:২০ পিএম
মিয়ানমারে তুমুল সংঘর্ষ, সীমান্ত ডিঙাল হাজার হাজার মানুষ। ছবি- সংগৃহীত

মিয়ানমারে দুটি জান্তা-বিরোধী সশস্ত্র গোষ্ঠীর লড়াই-সংঘর্ষের মাঝে পড়ে কয়েক হাজার মানুষ পালিয়ে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে ঢুকে পড়েছে। ভারত কর্তৃপক্ষ সোমবার (৭ জুলাই) এ খবর জানিয়েছে।

মিজোরামের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, গত ২ জুলাই থেকে এখন পর্যন্ত প্রায় চার হাজার মানুষ মিয়ানমার থেকে পালিয়ে মিজোরামে আশ্রয় নিয়েছে। এ সময় চীন ন্যাশনাল ডিফেন্স ফোর্স (সিএনডিএফ) ও চীনল্যান্ড ডিফেন্স ফোর্স-হুয়ালঙ্গোরামের (সিডিএফ-এইচ) মধ্যে এ সংঘর্ষ হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে প্রায় চার হাজার বাসিন্দা সীমান্ত পেরিয়েছে। ভারতের মিজোরাম চীনগোষ্ঠী নিয়ন্ত্রিত মিয়ানমারের এলাকার সীমান্তে অবস্থিত। ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে হাজার হাজার বাসিন্দা সেখানে আশ্রয় নিয়েছে।

মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপডাঙ্গা অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তিন হাজার বাসিন্দা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করেছে। সেখানের সংঘর্ষ আমাদের নিয়ন্ত্রণের বাইরে। মানুষ এসেছে এবং মানবিক কারণে আমাদের পানীয়, খাদ্য এবং আশ্রয় দিতে হবে।’

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, “এই সংঘাত আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। মানুষ এখানে আসছেন। তাই মানবিকতার খাতিরে আমরা তাদেরকে পানি, খাবার এবং আশ্রয় দিয়ে সাহায্য করছি।”

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্পাই জেলার জোখাওথার ও সাইখুমফাই গ্রামের শরণার্থী শিবিরে রোববার রাত পর্যন্ত প্রায় ৩ হাজার ৯৮০ শরণার্থী নথিভুক্ত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তা আরও বলেন, প্রথমে খুব অল্প মানুষ আসছিল, কিন্তু যুদ্ধ সীমান্তের কাছাকাছি চলে আসায় এখন অনেক বেশি মানুষ পালাচ্ছে। সংখ্যা প্রতিদিন বাড়ছে।

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মিয়ানমার জান্তা সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।