ক্রিকেট মাঠে ছিলেন ‘ক্যাপ্টেন কুল’। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ২০২০ সালে। কিন্তু ব্যাট-প্যাড তুলে রাখার পরও থেমে থাকেননি মহেন্দ্র সিং ধোনি। আজ ৭ জুলাই তিনি পা রাখলেন জীবনের ৪৪ বছরে।
আর এই জন্মদিনে সামনে এলো তার বহুমাত্রিক জীবনের এক অনন্য চিত্র, একজন ক্রিকেট কিংবদন্তি থেকে কোটিপতি উদ্যোক্তা হয়ে ওঠার গল্প।
রাঁচির মাটি থেকে উঠে আসা কিংবদন্তি
২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন রাঁচির এক সাধারণ পরিবারের ছেলে ধোনি। তারপর থেকেই ইতিহাস গড়ার শুরু।
২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি—তিনটি আইসিসি শিরোপা এনে দিয়েছেন ভারতকে। কিন্তু ‘মি. কুল’-এর গল্প এখানেই থেমে থাকেনি।
১০৪০-১০৫০ কোটি ভারতীয় রুপির মালিক ধোনি
সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ধোনির মোট সম্পদের পরিমাণ ২০২৫ সালে দাঁড়িয়েছে প্রায় ১০৪০ কোটি ভারতীয় রুপি।
বর্তমান বিনিময় হার (প্রায় ১ রুপিতে ১.৪২ টাকা) অনুযায়ী, মহেন্দ্র সিং ধোনির মোট সম্পদ বাংলাদেশি টাকায় প্রায় ১,৪৯১ কোটি টাকা।
ধোনি শুধু আইপিএল থেকেই আয় করেছেন ২০৪ কোটি রুপি। পাশাপাশি, বিজ্ঞাপন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও রয়েছে বিশাল রোজগার। তার ব্যক্তিগত ব্র্যান্ড ভ্যালু থেকেই আয় ৮০০ কোটি রুপির বেশি বলে জানা যায়।
খেলাধুলার বাইরেও ধোনির পরিচয়
১. কৃষিজ উদ্যোক্তা হিসেবে ধোনি
রাঁচিতে ধোনির নিজস্ব ফার্মহাউজে চাষ করা হয় স্ট্রবেরি, শাকসবজি ও মৌসুমি ফল। এসব পণ্য সরবরাহ করা হয় সারা দেশের বিভিন্ন প্রান্তে।
২. নিজের স্পোর্টস ব্র্যান্ড ‘সেভেন’
‘সেভেন’ নামের নিজের স্পোর্টস অ্যাপারেল ও ফুটওয়্যার ব্র্যান্ড চালু করেছেন ধোনি। এতে তিনি নিজেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
৩. হোটেল ‘মাহি রেসিডেন্সি’
রাঁচিতেই তার মালিকানাধীন হোটেল ‘মাহি রেসিডেন্সি’ স্থানীয়দের কাছে যেমন জনপ্রিয়, তেমনই দেশের নানা প্রান্ত থেকে আসা ভক্তদের কাছেও এক আকর্ষণ।
৪. শিক্ষাখাতে অবদান
ধোনির নামে প্রতিষ্ঠিত এমএস ধোনি গ্লোবাল স্কুল বর্তমানে বেঙ্গালুরুতে অবস্থিত। আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার মাধ্যমে গড়ে তোলা হচ্ছে ভবিষ্যতের প্রজন্ম।
৫. ‘Copter7’ হেলিকপ্টার শট থেকে চকলেটে রূপান্তর
‘7Ink Brews’ কোম্পানিতে বিনিয়োগের মাধ্যমে ধোনি এনেছেন নতুন চকলেট ও পানীয় ব্র্যান্ড Copter7, যা তার বিখ্যাত হেলিকপ্টার শট থেকেই অনুপ্রাণিত।
বিসিসিআই থেকে মাসিক পেনশন
৯০টি টেস্ট, ৩৫০টি ওয়ানডে ও ৯৮টি টি-টোয়েন্টি খেলা এই তারকা প্রতি মাসে ৭০,০০০ হাজার রুপি পেনশন পান ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই থেকে।
একজন খেলোয়াড়, একাধিক পরিচয়
মহেন্দ্র সিং ধোনি শুধুই একজন ক্রিকেটার নন, তিনি আজ ভারতের ক্রীড়াজগতের বাইরে এক বহুমাত্রিক আইকন।
কঠোর পরিশ্রম, আত্মনিবেদন আর সময়োপযোগী সিদ্ধান্তের মিশেলে গড়া তার জীবনের গল্প কোটি কোটি মানুষের অনুপ্রেরণা।