এবারের আইপিএল মিনি নিলামে বাংলাদেশের ৭ জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম এই তালিকায় থাকছেন।
প্রথমবারের মতো এই নিলামে রাকিবুল হাসান নামটি চমক দেয়, যিনি ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এবং বাংলাদেশ ইমার্জিং দল, হাই পারফরম্যান্স স্কোয়াড ও ‘এ’ দলে নিয়মিত খেলেন।
মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য রাখা হয়েছে সর্বোচ্চ ২ কোটি রুপিতে, আর রিশাদ, তাসকিন, তানজিম, নাহিদ ও শরীফুলের ৭৫ লাখ রুপি। রাকিবুল হাসানের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।
জানা গেছে, নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর আবুধাবিতে, যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলো এই ক্রিকেটারদের দলে নেওয়ার জন্য সুযোগ পাবেন।
এর আগে, মিনি নিলামের জন্য নিবন্ধিত হয়েছিলেন ১৩৯০ জন ক্রিকেটার। এর মধ্য থেকে ৩৫০ খেলোয়াড়কে বাছাই করে নিলামের জন্য চূড়ান্ত করেছে আইপিএল কর্তৃপক্ষ।
নিলামের জন্য চূড়ান্ত হওয়া ৩৫০ খেলোয়াড়ের মধ্যে ২৪০ জন ভারতীয়, ১১০ জন বিদেশি। নিলাম থেকে ৭৭ ক্রিকেটারকে কেনার সুযোগ আছে, যেখানে ৩২টি জায়গা বিদেশি ক্রিকেটারদের জন্য।


