নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠিত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্পের সাবেক ঘনিষ্ঠ সহযোগী ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। মাস্কের আমেরিকা পার্টি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি মনে করি তৃতীয় কোনো রাজনৈতিক দল গড়া একেবারেই হাস্যকর।
রোববার (৬ জুলাই) এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে দ্বিদলীয় ব্যবস্থাই চলে আসছে। নতুন দল গঠন করলে তা শুধু বিভ্রান্তি বাড়াবে এবং কোনো কার্যকর ফল বয়ে আনবে না।
গত ২৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়ে তার প্রশাসন থেকে বেরিয়ে যান ইলন মাস্ক। তখন থেকেই গুঞ্জন ওঠে, রাজনীতির মাঠ ছাড়ছেন না বর্তমান বিশ্বের অন্যতম এ শীর্ষ ধনকুবের। এমনকি গঠন করতে পারেন নতুন একটি রাজনৈতিক দলও।
ট্রাম্প সমর্থিত একটি বিপুল কর ও ব্যয় বিল মার্কিন কংগ্রেসে পাস হয়েছে। মাস্ক এই বিলকে যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিক আত্মঘাতী ও ‘ন্যাশনাল সুইসাইড’ বলে অভিহিত করেন। পূর্বের ঘোষণা অনুযায়ী, ‘আমেরিকা পার্টি’ গঠন করেছেন তিনি।
ইলন মাস্ক মনে করেন, আমেরিকায় ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলই চরমপন্থায় চলে যাচ্ছে। সাধারণ মানুষের মতামত সেখানে গুরুত্ব পাচ্ছে না। তাই তিনি এমন একটি দল গঠন করতে চান, যা স্বাধীনচেতা নাগরিকদের প্রতিনিধিত্ব করবে।
ইলন মাস্ক আগেই ইঙ্গিত দিয়েছিলেন, যদি রিপাবলিকান দল দায়িত্বজ্ঞানহীন ব্যয়ের পথে যায়, তবে তিনি নিজেই রাজনৈতিক বিকল্প তৈরি করবেন। এই দল গঠনের মাধ্যমে মাস্ক নিজেকে শুধু প্রযুক্তি উদ্যোক্তা নয়, বরং রাজনৈতিক ‘চেঞ্জমেকার’ হিসেবেও তুলে ধরছেন।