বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৩:৩২ পিএম

পাক-ভারত সংঘাতের প্রভাবে বন্ধ হতে পারে যেসব টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৩:৩২ পিএম

পাক-ভারত সংঘাতের প্রভাবে বন্ধ হতে পারে যেসব টুর্নামেন্ট

ছবি: সংগৃহীত

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরসহ একাধিক জায়গায় মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। নয়টি স্থানে হামলায় এখন পর্যন্ত ২৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পাল্টা জবাবে পাকিস্তানও হামলা চালিয়েছে এবং তাদের দাবি, ভারতের একাধিক যুদ্ধবিমান তারা ভূপাতিত করেছে।

দুই দেশের সামরিক উত্তেজনায় প্রভাব পড়তে পারে ক্রীড়াঙ্গনে। এর মধ্যে সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে দক্ষিণ এশীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের সূচিতে। 

এশিয়া কাপ ২০২৫ নিয়ে অনিশ্চয়তা

২০২৫ সালের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব ভারতের কাঁধে। এই টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে আগেই ছিল টানাপোড়েন। পাকিস্তান একাধিকবার জানিয়েছে, তারা ভারতের মাটিতে খেলতে অনিচ্ছুক। এর ফলে শ্রীলঙ্কাকে নিয়ে একটি হাইব্রিড মডেল বিবেচনায় আনা হয়েছিল। 

এখন এই সামরিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে পুরো টুর্নামেন্ট আয়োজন নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিসিসিআই সূত্র জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতির আলোকে আমরা সবদিক বিবেচনা করছি। তবে এখনই কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।’

দ্বিপাক্ষিক সিরিজ ও সফর নিয়ে দোলাচল

ভারত এরই মধ্যে জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তানের সঙ্গে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না। ফলে আগত সময়ের ভারত-পাকিস্তান লড়াই কেবল বৈশ্বিক টুর্নামেন্টেই সীমাবদ্ধ থাকবে।

এদিকে আগামী আগস্টে ভারতের বাংলাদেশ সফর এবং চলতি মাসে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিসিবি জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর নজর রাখছে এবং যেকোনো সিদ্ধান্ত প্রয়োজন অনুযায়ী নেওয়া হবে।

আইপিএল ও পিএসএল 

দুই দেশের মধ্যে এমন যুদ্ধাবস্থায় চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে যুদ্ধাবস্থায় ভারতে অবস্থানরত বিদেশি খেলোয়াড়েরা শঙ্কায় আছেন। এদিকে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাকিয়ে আছে দেশটির সরকারের দিকে। ধারণা করা হচ্ছে পরিস্থিতি বিবেচনায় বন্ধ হয়ে যেতে পারে আইপিএল।

নারী ওয়ানডে বিশ্বকাপও অনিশ্চয়তায়

২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা নারী ওয়ানডে বিশ্বকাপ। অংশগ্রহণকারী দলের তালিকায় রয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই টুর্নামেন্টের আয়োজনেও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এক কথায় বলা যায়, ভারত-পাকিস্তান উত্তেজনা শুধু সীমান্তেই সীমাবদ্ধ নেই—এর প্রভাব ছড়িয়ে পড়ছে ক্রীড়াঙ্গনেও। এশিয়া কাপ, দ্বিপাক্ষিক সিরিজ, ফ্র্যাঞ্চাইজি লিগ—সবকিছুই এখন রয়েছে দোলাচলের মধ্যে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!