২০২৬-২৭ মৌসুমের শুরুতে নবনির্মিত স্পটিফাই ক্যাম্প ন্যু স্টেডিয়ামের পূর্ণাঙ্গ উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাব কিংবদন্তি লিওনেল মেসিকে প্রধান চরিত্র হিসেবে রাখতে চায় এফসি বার্সেলোনা।
ক্লাবের ঘনিষ্ঠ সূত্রের বরাতে স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফই জানিয়েছে, মেসিকে ঘিরেই আয়োজিত হবে এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান।
২০২১ সালে আর্থিক সংকটে পড়ে বার্সেলোনা ছাড়তে বাধ্য হন লিওনেল মেসি। এরপর তিনি পিএসজি হয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেন এবং বর্তমানে সেখানেই খেলছেন।
তবে হঠাৎ বিদায়ের কারণে ন্যু ক্যাম্পে বার্সেলোনা সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়নি তার। এই ‘অপূর্ণতা’ই পূরণ করতে চায় ক্লাব কর্তৃপক্ষ।
নতুন করে সংস্কার হওয়া স্পটিফাই ক্যাম্প ন্যু স্টেডিয়ামে এবারের গ্রীষ্মেই সীমিত ধারণক্ষমতায় (প্রায় ৩০,০০০ দর্শক) জোয়ান গাম্পার ট্রফির ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তবে পুরো স্টেডিয়ামের নির্মাণকাজ, বিশেষ করে ছাদ স্থাপনার কাজ সম্পূর্ণ হবে ২০২৬-২৭ মৌসুমের শুরুর দিকে। তখনই স্টেডিয়ামটির পূর্ণ ধারণক্ষমতা ১,০৫,০০০ দর্শকে পৌঁছাবে।
সেই সময়ই অনুষ্ঠিত হবে স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন, যেখানে মেসিকে ঘিরেই থাকবে মূল আয়োজন। তবে ছাদ নির্মাণে বিলম্ব হলে উদ্বোধন ও মেসিকে উৎসর্গ করা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি কিছুটা পিছিয়ে যেতে পারে।
লিওনেল মেসি হলেন বার্সেলোনার ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত। তার প্রতি ক্লাবের এই শ্রদ্ধাঞ্জলি শুধুই একটি বিদায় নয়—এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :