লা লিগা বিদেশে ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাতিল করায় এখন একই পথে হাঁটতে সিরি আ-কে আহ্বান জানিয়েছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই)।
স্প্যানিশ লিগ মঙ্গলবার ঘোষণা দেয়, আগামী ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ভিয়ারিয়াল বনাম বার্সেলোনা ম্যাচ আয়োজনের পরিকল্পনা তারা বাতিল করছে। খেলোয়াড় ও সমর্থকদের তীব্র বিরোধিতার পর এই সিদ্ধান্ত আসে।
অন্যদিকে, ইতালির শীর্ষ লিগ সিরি আ আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার পার্থ শহরে এসি মিলান বনাম কোমো ম্যাচ আয়োজনের অনুমোদন পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে বলে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি লিগ কর্তৃপক্ষ।
ফুটবল সাপোর্টার্স ইউরোপ লা লিগার সিদ্ধান্তকে ‘গেম ওভার’ আখ্যা দিয়ে বলেছে, ‘সিরি আ-ও পরবর্তন হতে হবে।’
সংস্থাটির বিবৃতিতে বলা হয়, সাধারণ জ্ঞান ও খেলার মূলনীতি জয় পেয়েছে। এটি ইউরোপীয় ফুটবলের জন্য এক ভূমিকম্পস্বরূপ বিজয়। এখন সিরি আ-রও উচিত একই সিদ্ধান্ত নেওয়া। খেলা আমাদের সমাজের হৃদয়ে থাকুক—বিদেশে নয়।
বিবৃতিতে আরও বলা হয়, লা লিগার পরাজয় গোটা ফুটবল বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে—এ ধরনের পরিকল্পনা ব্যর্থতারই নামান্তর। সিরি আ-র উচিত হবে এই আত্মঘাতী পরিকল্পনা থেকে সরে আসা, যা লিগের সুনাম ও ইতালীয় ফুটবলের মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করবে।
এর আগে, লা লিগা ও সিরি আ উভয়ই প্রিমিয়ার লিগের আর্থিক আধিপত্যের মোকাবিলায় বৈশ্বিক দর্শকসংখ্যা বাড়াতে বিদেশে ম্যাচ আয়োজনের পক্ষে যুক্তি দিয়েছিল।
লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বলেন, এটি অগ্রগতির এক হারানো সুযোগ। তবে ইউরোপীয় ফুটবল সংস্থা ইউইএফএর সভাপতি আলেকজান্ডার সেফেরিন সতর্ক করে বলেন, ফুটবলকে যদি তার শিকড় থেকে সরানো হয়, তবে এই খেলা ভেঙে পড়বে।
স্প্যানিশ ফুটবল খেলোয়াড় ও সমর্থকেরাও দৃঢ়ভাবে এই পরিকল্পনার বিরোধিতা করেছেন। গত সপ্তাহান্তে তারা প্রতিবাদ হিসেবে লা লিগার ম্যাচের শুরুর কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে ছিলেন। খেলোয়াড় দানি কারভাহাল ও থিবো কুর্তোয়ার মতো তারকারাও প্রকাশ্যে সমালোচনা করেন এই পরিকল্পনার।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন