লা লিগা কর্তৃপক্ষ অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচনের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে। এবারের মনোনয়নে জায়গা পেয়েছেন পাঁচজন ফুটবলার—যাদের পারফরম্যান্সে গত মাসে মাতিয়েছিল স্পেনের শীর্ষ লিগ।
গোলদাতাদের তালিকায় এগিয়ে রয়েছেন তিনজন ফরোয়ার্ড, রিয়েল বেটিসের অ্যান্টনি, লেভান্তের জর্জ ডি ফ্রুটোস এবং রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে।
তিনজনই অক্টোবর মাসে করেছেন দুইটি করে গোল, তার সঙ্গে এমবাপ্পে যোগ করেছেন আরও একটি অ্যাসিস্ট, যা তাকে এগিয়ে রাখছে প্রতিযোগিতায়।
তবে কেবল গোল দিয়েই যে সেরা হওয়া যায় না, তা প্রমাণ করেছেন বাকি দুই মনোনীত তারকা। বার্সেলোনার তরুণ মিডফিল্ডার পেদ্রি দলকে আবারও ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অন্যদিকে, আতলেতিকো মাদ্রিদের গোলরক্ষক ইয়ান অবলাক তার দুর্দান্ত পারফরম্যান্সে দলকে বহুবার বিপদ থেকে রক্ষা করেছেন, যা তাকে জায়গা করে দিয়েছে মনোনয়ন তালিকায়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন