ব্রাজিল ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের আগে ইংল্যান্ড নারী ফুটবল দলের স্কোয়াডে বড়সড় রদবদল। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণভাগের অন্যতম তারকা জেস পার্ক। তার বদলি হিসেবে জাতীয় দলে ডাক পেলেন টটেনহ্যাম হটস্পারের জেসিকা নাজ।
চলতি মাসের শুরুতে ২৪ বছরে পা রাখা এই তারকা ফরোয়ার্ড ম্যান ইউর জার্সিতে চলতি মৌসুমে দারুণ ফর্মে ছিলেন। তিনি ৯টি ম্যাচে ৩টি গোল করার পাশাপাশি ১টি অ্যাসিস্টও করেছেন।
সাম্প্রতিক সময়ে এভার্টনের বিরুদ্ধে ইউনাইটেডের ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে বেঞ্চ থেকে নেমে দ্রুত দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন জেস পার্ক।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, সেই ম্যাচের শেষদিকে তিনি মাথায় আঘাত (কনকাশন) পান। এই চোটের কারণেই তিনি ইউনাইটেডের ইউরোপা চ্যাম্পিয়নস লিগে এটলেটিকো দে মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও খেলতে পারেননি।
পার্কের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত হওয়ার পরই দ্রুত পদক্ষেপ নেন ইংল্যান্ডের কোচ সারিনা উইগম্যান। তিনি টটেনহ্যাম হটস্পারের জেসিকা নাজকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন। নাজ চলতি মৌসুমে নিজের ক্লাব টটেনহ্যামের হয়ে আটটি ম্যাচে অংশ নিয়েছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন